শ্রীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জনাব মোক্তারুল করিম শামীম মোড়লকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
মোক্তারুল করিম শামীম মোড়লকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিলটি গাজীপুর বাজার প্রদক্ষিণ করে। পরে গাজীপুর বাজারের হাজী কোরবান আলী প্লাজার সামনে নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হাসান জয় এর সঞ্চলনায় সভাপত্বি করেন শামসুল আলম মাষ্টার উপদেষ্টা গাজীপুর ইউনিয়ন বিএনপি।প্রধান অতিথি উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হাকিম (পিন্টু) সাবেক ছাত্রনেতা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মামুনুর রশিদ মানবাদিকার বিষয়ক সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি।
আরো বক্তব্য রাখেন বদিউল আলম সবুজ প্রচার সম্পাদক গাজীপুর ইউনিয়ন বি এন পি,আতিক হাসান সাগর, নূরে আলম মেম্বার,সিরাজুল হক মাতাব্বর,
আতিক,আল-মামুন,সারোয়ার হোসেন আউয়াল,আব্দুর রশিদ, নজরুল ইসলাম, বাদশা মিয়া।
প্রধান অতিথি এডভোকেট মামুনুর রশিদের বক্তব্যে বলেন, আমরা গাজীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এক এবং অভিন্ন আমাদের ইউনিয়নকে সন্ত্রাস চাঁদাবাজ ও নেশা মুক্ত করতে অভিযান চলমান।
উক্ত প্রতিবাদ সভায় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ারও সাংবাদিকবৃন্দ এবং ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন