পাইকগাছা পৌরসভায় পাইপ লাইনে পানি বন্ধের দাবিতে মানববন্ধন
খুলনা জেলার পাইকগাছা উপজেলার অন্তর্গত গদাইপুর ইউনিয়ন থেকে পাইকগাছা পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে শক্তিশালী পাম্প দিয়ে পানি সরবরাহের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টায় গদাইপুর বাজারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন গদাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান সহ মীর আনোয়ার এলাহী,মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোবারক গাজী ও জাহানারা বেগম।
আরও উপস্থিত ছিলেন মুফতি কুদরত উল্লাহ কাসেমী, মাও: এস এন আমিনুল ইসলাম, মাও: আব্দুল মজিদ, আবু সালেহ মোঃ ইকবাল, মোঃ বাবর আলী গোলদার, মোঃ জবেদ আলী গাজী, এস এম আমিনুল ইসলাম কাজল( সাবেক ছাত্রনেতা)।
পাইকগাছা নার্সারী মালিক সমবায় সমিতির পক্ষে মোঃ আসাদুল ইসলাম (সভাপতি), মোঃ কামাল হোসেন (সাধারণ সম্পাদক), মোঃ রাজিব গাজী (সদস্য) ও মোঃ মিন্টু রহমান।
এ সময় বক্তারা বলেন পাইকগাছা উপজেলার পৌরসভা থেকে ৫ কিলোমিটার দূরে থেকে পানি নিয়ে যাওয়ার যৌক্তিকতা কি? এভাবে শক্তিশালী পাম্পের মাধ্যমে পানি নিয়ে গেলে গদাইপুর ইউনিয়নে পানির লেয়ার ধীরে ধীরে নিচে নেমে যাবে। ফলে বাংলাদেশের নার্সারি খ্যাত এই ইউনিয়নের মানুষ বেকারত্বের সম্মুখীন হবে। ব্যবসা বাণিজ্য হারিয়ে সকলকে পথে বসতে হবে।
এ সময় সকল বক্তারা পানির লাইন বন্ধের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মতামত লিখুন