খুঁজুন
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ, ১৪৩১

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযোগ তদন্ত করবে ফিফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১১:৪০ অপরাহ্ণ
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযোগ তদন্ত করবে ফিফা

গত মে মাসে ব্যাংককে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) ও যেকোনো প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। একইসঙ্গে ইসরায়লের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও তুলে তারা।

ইসরায়েলকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি ফিফা। তবে বৈষম্যবিরোধী নীতি ভাঙার অভিযোগের তদন্ত করবে ফুটবলের সর্বোচ সংস্থা।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামলায় চালিয়ে আসছে ইসরায়েল। এর প্রায় সাত মাস পর ফুটবলে তাদের নিষিদ্ধের দাবি জানায় পিএফএ। গত ২০ জুলাইয়ের আগে রুলিং কাউন্সিলের একটি বিশেষ সভা ডাকার কথা ভেবেছিল ফিফা। যেখানে স্বাধীনভাবে করা আইনি বিশ্লেষণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা নির্ধারণ করার কথা ছিল।

তবে প্রতিবেদন শেষ করার জন্য আইনি বিশেষজ্ঞদের আরও সময় দেওয়া হয়। গত বৃহস্পতিবার জুরিখে প্রধান কার্যালয়ে আইনি বিশ্লেষণটি গ্রহণ করে ফিফা। এর পরিপ্রেক্ষিতে পিএফএ’র আনা বৈষম্যবিরোধী নীতি ভাঙার অভিযোগ তদন্তের দায়িত্ব শৃঙ্খলা কমিটিকে দিয়েছে তারা। এছাড়া ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের ফুটবল দলগুলোর ইসরায়েলি প্রতিযোগিতায় খেলার বিষয়টি নিয়ে তদন্ত করে ফিফাকে পরামর্শ দেবে গভর্নেন্স, অডিট ও কমপ্লায়েন্স কমিটি।

যদিও ইসরায়েলকে নিষিদ্ধের জন্য ভোটাভুটির প্রস্তাব উত্থাপন করতে অনীহা জানান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অত্যন্ত সংবেদনশীল এই ব্যাপারে ফিফা কাউন্সিল যথাযথ সতর্কতা অবলম্বন করেছে এবং বিস্তারিত মুল্যায়নের ভিত্তিতে আমরা স্বাধীন আইনি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে কাজ করছি। সেখানে চলমান সহিংসতা দাবি করে যে, সবকিছুর আগে আমাদের প্রয়োজন শান্তি। ’

‘যা ঘটছে তা নিয়ে আমরা গভীরভাবে মর্মাহত এবং ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাই। আমরা সব পক্ষকে আহ্বান জানাই, জরুরি ভিত্তিতে সেই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার। ’

ব্যাংককে ফিফা কংগ্রেসে ইসরায়েলের ওপর অভিযোগ তুলে পিএফএ প্রধান জিব্রিল রাজুব বলেন, ‘এই সীমালঙ্ঘনের ব্যাপারে ফিফা উদাসীন থাকতে পারে না। ’ ফিফার কাছে অবিলম্বে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানান তিনি।

আইএফএ প্রধান শিনো মোশে জুয়ারেস তা নাকচ করে বলেন, ‘এই অভিযোগ কৃত্রিম, রাজনৈতিক ও শত্রুভাবাপন্ন। আইএফএ ফিফার কোনো নিয়মভঙ্গ করেনি। পিএফএর প্রস্তাবের সঙ্গে আইএফএ ও এর কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। ’ তার মতে, খেলাধুলার বাইরে গিয়ে ইসরায়েলি ফুটবলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

ইসায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে ফিফার রায় স্থগিত হওয়ার প্রতিক্রিয়া পিএফএ প্রধান বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, অভিযোগের ভিত্তিতে সর্বসম্মতি ক্রমে ফিফা কাউন্সিল তদন্তের অনুমোদন দিয়েছে। আমরা নজর রাখব এই ব্যাপারে ও নিজেদের অধিকার রক্ষায় অটল থাকব।

১১ মাস ধরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০৫ জন লোক মারা গেছেন। যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক ছিলেন। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ৪১ হাজার ৭৮৮ জন লোক মারা গেছেন, যার বেশিরভাগই সাধারণ নাগরিক।

জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার জানায়, অন্তত আটটি ক্লাব দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি বসতিতে গড়ে উঠেছে বা সেখানে খেলে থাকে। এছাড়া আরেকটি ক্লাব তাদের কয়েকটি হোম ম্যাচ খেলেছে সেই বসতিতে। বিশেষজ্ঞরা আরো বলছেন যে এসব দলের কার্যক্রম থেকে বোঝা যায় যে, আইএফএ (ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন) পরোক্ষভাবে ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অবৈধ উপস্থিতিকে সমর্থন করছে, যা তারা দখল করে রেখেছে।

বিশেষজ্ঞরা বলেন, ‘এটা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ’এমন বৈষম্যমূলক আচরণ ও বর্ণবাদের বিরুদ্ধে ফিফাকে জিরো টলারেন্স নীতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত যেন আন্তর্জাতিক আইনের মূল নীতির বাইরে না যায় সেদিকেও খেয়াল রাখতে বলেছেন। ’

জাতিসংঘের বিশেষজ্ঞরা স্বাধীন ব্যক্তি, যাদের মানবাধিকার পরিষদ নিয়োগ করেছে। তাই তারা জাতিসংঘের হয়ে কথা বলেন না।

মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের “পুনর্মিলনী”

মোঃ লিটন মিয়া, টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ
মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের “পুনর্মিলনী”

টাঙ্গাইলে বাসাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৪ (এসএসসি ব্যাচ ১৯৯১-২০০০) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ উপলক্ষে মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয় ও মাঠ প্রাঙ্গণ প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। একে অপরের সাথে প্রানের মিলনমেলায় অংশ গ্রহণ করে, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় করে।

কুমুদিনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন(১৯৯১) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক জিতেন্দ্র লাল সরকার, বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো. হায়দার আলী খান, প্রাক্তন শিক্ষক মো. এরশাদ আলী খান, মো. আরফান আলী খান, জিলমোহন সরকার, জগদীশ চন্দ্র কর্মকার, রহিদাশ কর্মকার, হানিব খান, শ্রীদাম চন্দ্র  গোস্বামী, সুস্তোষ কুমার সরকার।

এসময উপস্থিতি ছিলেন ১৯৯১-২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নরসিংদীর মাধবদীতে চাঁদা না দেওয়ায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

মোঃ আলম মৃধা, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ
নরসিংদীর মাধবদীতে চাঁদা না দেওয়ায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

মাধবদীতে চাঁদা না দেওয়ায় নুর মোহাম্মদ নামে এক টেক্সটাইল মালিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ (২১ ডিসেম্বর) হত্যার পর গুমের উদ্দেশ্যে লাশ ফেলতে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের হাতে আটক হয় অভিযুক্তরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

জানা যায়, অটককৃতরা হলো মাধবদী কাঠালিয়া গ্রামের রববানি মিয়ার ছেলে রবিন (২১), একই গ্রামের এবাদুলাল্লাহ হোসেনের ছেলে রুবেল (২২), কোলাতপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আলামিন (৪২), একই এলাকার আব্দুল রশিদ এর ছেলে রকিব হোসেন (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিন, রকিব, আলামিন ও রুবেলসহ বেশ কয়েকজন নুর মোহাম্মদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তবে নিহত ব্যক্তি চাঁদা দিতে অস্বীকার করেন।
এ নিয়ে তাদের সাথে টেক্সটাইল মালিকের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল শুক্রবার রাতে নূর মোহাম্মদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকে পাশের একটি বন্ধ কারখানায় নিয়ে যায়া। এক পর্যায়ে চাঁদা দাবিকারী রুবেল, রকিব, রবিন, আলামিনসহ অজ্ঞাত নামা ব্যক্তিরা নূর মোহাম্মদকে শ্বাসরোধ করে হত্যা করে।

হত্যার পর নিহত নূর মোহাম্মদের লাশ গুমের উদ্দেশ্যে ভোর রাতে বস্তাবন্দি করে নারায়ণগঞ্জের আড়াই হাজার সীমান্তে ফেলে দিতে যায়। লাশ ফেলার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে। পরে স্থানীয়রা তাদের আটক করে মাধবদী থানা পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে ও ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে পুলিশ হেফাজতে নেয়।

নিহত নুর মোহাম্মদ সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের কোলাতপুর গ্রামের আলকাস মিয়ার ছেলে।

এই হত্যার বিষয়ে জানতে মাধবদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলামকে সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে ফোনটি রিসিভ করেননি।

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কাই এক যুবকের মৃত্যু

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কাই এক যুবকের মৃত্যু

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোঃ আপন (২২)নিহত হয়েছে। নিহত আপন কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার মৃত গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে মগবাজার এলাকায় ভাড়া থাকতো।

শনিবার(২১ ডিসেম্বর)সন্ধ্যা সোয়া ৫টা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ বলেন, আজ বিকেলের দিকে মগবাজার রেল ক্রসিং পারাপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবকটি।পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।

তিনি আরও বলে,
আমরা ওই যুবকের পকেটে থাকা কাগজে লেখা মোবাইল নাম্বারে তার পরিবারের সাথে কথা বলে তার নাম পরিচয় জানতে পেরেছি। পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক হোসেন, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।