পুলিশ হবে জনগণের, পুলিশ হবে রাষ্ট্রের
পুলিশ হবে জনগণের পুলিশ হবে রাষ্ট্রের ঢাকার ধামরাইয়ে পূজা মন্ডপ পরিদর্শন কালে এমন বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মেদ মইদ। পূজা মন্ডপে নিরাপত্তা জোরদারের বিষয়টিকে বেশি প্রাধান্য দেন তিনি। সোমবার (৭ অক্টোবর) দুপুরের দিকে মাধববাড়ি মন্দির পরিদর্শন কালে এমন কথা বলেন তিনি।
পুলিশ সুপার আহম্মেদ মইদ সকলের উদ্দেশ্যে বলেন, পূজা মন্ডপে সকল বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য কাজ করবেন। স্থানীয় প্রশাসন রয়েছে মাঠে। থানা পুলিশ, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তায় কাজ করবেন। কোন দুষ্কৃতকারী যদি ঝামেলা সৃষ্টি করতে চায় তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আমি আবারও আসবো আপনাদের মাঝে।
সাংবাদিকদের প্রশ্নকালে পুলিশ সুপার বলেন, ৫ আগষ্টের পর সারা দেশেই দুষ্কৃতকারীরা পুলিশি সেবাদানের গাড়িগুলো পুরিয়ে দিয়েছে। এতে শুরুতে একটু সমস্যা হয়েছিল। সেটা এখন আর নেই। বেশির ভাগ সমস্যাই সমাধান হয়ে গেছে। বাকি সমস্যাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবারের পূজায় মাঠে র্যাব, সেনাবাহিনী, যৌথ বাহিনী থাকবে। যা আগে ছিল না। এছাড়া আনসার, পুলিশ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বেচ্ছাসেবী রয়েছে। কেউ যদি পূজার আনন্দকে নসাৎ করতে চায় তারা কিন্তু পার পাবে না।
পৌরসভার দক্ষিণ পাড়া কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের বিষয়ে আহম্মেদ মইদ বলেন, সিসিটিভি ফুটেজে বানরের ছবি পাওয়া গেছে। প্রতিমা ভাঙচুরের সাথে মানুষের কোন সম্পৃক্ততা পাওয়া যায় নি। আমরা আশে পাশে লোকজনের সাথেও এ বিষয়ে কথা বলেছি। ওই এলাকায় প্রচুর বানরের উপদ্রপ রয়েছে। তারপরও তদন্ত চলছে। যদি কোন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার আরো বলেন, পুলিশ নিয়ে প্রশ্ন উঠেছে।
এটা কি জনগণের পুলিশ না রাষ্ট্রের। কারণ পুলিশ ছাড়া জনগণ চলতে পারবে না, জনগণ ছাড়া পুলিশও চলতে পারবে না। আমাদের পরিবার আছে। আপনাদেরও পরিবার আছে। আপনাদের জন্য কাজ করাই হলো আমাদের জন্য কাজ করা। পুলিশ হবে জনগণের, পুলিশ হবে রাষ্ট্রের। পুলিশের পরিবহনের যে সমস্যা সেই গ্যাপটা পূরণ করা হচ্ছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র যা এখনো ফেরত আসে নাই তাও উদ্ধারের চেষ্টা চলমান। আসামী গ্রেফতার হলেই অভিযান চলমান তা নয়। আমাদের অভিযান চলমান রয়েছে।
অজ্ঞাত ৪/৫ হাজার জনের নামে মামলা হয়েছে এ বিষয়ে পুলিশ সুপার বলেন, মামলায় অনেক নিরপরাধ সাধারণ মানুষের নাম চলে আসছে। সেগুলো সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। একজন বাদি যদি মামলা করতে আসে আমরা তাদের ফেরত পাঠাতে পারি না। সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বৈদ্য, ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) ফজলুল হক, ঢাকা জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অজিত কুমার মজুমদারসহ বিভিন্ন মন্ডপের পূজা উৎযাপন কমিটির সদস্য।
আপনার মতামত লিখুন