নরসিংদীতে ভোক্তা অধিকার অভিযানে ২ ডিম ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোহাম্মদ মোজাম্মেল হক (অতিরিক্ত সচিব) এর নির্দেশনায় ও নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে বাজার মনিটরিং করার নির্দেশ প্রদান করেন।
জানা যায়, আজ (৮ অক্টোবর) ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুর রহমানের নেতৃত্বে নরসিংদীর সদর থানায় ২টি ডিমের আড়তে অভিযান পরিচালনা করে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেন।
নরসিংদী বাজারের একতা ডিমের আড়তের মূল্য তালিকা না থাকায় ও ভাউচার বহি না থাকায় এবং অধিক মূল্যে ডিম বিক্রয় করায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী (১ লক্ষ) টাকা জরিমানা করা হয়।
তাছাড়া সারোয়ার ডিমের আড়ৎ এ ভাউচার বহি পরিক্ষা করে অসঙ্গতি পাওয়া যায় ও ভাউচার বহি অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রয় করায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী (২৫ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মতামত লিখুন