বিপিএলের মান উন্নয়নে বিশেষ পরামর্শ প্রধান উপদেষ্টার
বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে এখনো তেমন সাড়া পড়েনি। তবে ক্রিকেট অনুরাগীদের বিপিএল উৎসবকে আরো আনন্দময় ও আকর্ষণীয় করে তুলতে এরইমধ্যে বিশেষ তৎপরতা দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যস্ততায় এরইমধ্যে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছেন বিসিবির শীর্ষ কর্তারা। তাৎক্ষণিকভাবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড কর্তাদের কিছু পরামর্শও দিয়েছেন প্রধান উপদেষ্টা।
শনিবার দুপুরে বিসিবিতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে সেসব তথ্য দিলেন ফারুক আহমেদ।
বিপিএলের ১১তম আসরে এসেও ফ্র্যাঞ্চাইজি জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে হয়েছে বিসিবিকে। সেটা স্বীকার করে বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএলে এটা আমাদের এগারোতম আসর। আমরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে এখনো স্ট্রাগলিং। এটা একটা ফ্যাক্ট। আমার বোর্ড সভাপতি হিসেবেও এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই।’
বিপিএল আয়োজনকে আরো ভালো করার সংকল্প ও ইচ্ছে আছে ফারুক আহমেদের। বিসিবি সভাপতি বলেন, ‘সবসময় একটা শুরু থাকে, যেখান থেকে আমরা উত্তরোত্তর ভালো করতে পারি।’
কীভাবে আরও ভালো করা যায়, বিপিএলকে আরও আকর্ষণীয়, জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পরামর্শও নিয়েছে বিসিবি।
সে তথ্য জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সে ব্যাপারে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের একদিন সময় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে। যারা বিপিএল নিয়ে কাজ করেন এমন দুই জন কর্মকর্তারকে নিয়ে আমরা ক্রীড়া উপদেষ্টা ও উনার সঙ্গে যারা আছেন সবাই বসেছি।’
ফারুক আহমেদের দাবি, আলোচনা সফল হয়েছে।
তিনি বলেন, ‘আমারদের দারুণ কিছু কৌশল ছিল। ওগুলো নিয়ে আমার বিপিএল টিম কাজ করেছে। এ ব্যাপারে আজকে একটা প্রস্তাবনা দিয়েছি। আপনারা জেনে অবাক হবেন, একটা টুর্নামেন্টে কত জিনিস ঢুকানো যায়। তবে এটাও বলবো যে, এই মেয়াদে হয়তো এটা প্রথম। কিন্তু অত্যন্ত চমৎকার কিছু আইডিয়া আছে যেগুলো আমরা চেষ্টা করবো প্রয়োগ করার। এটা এখান থেকে উত্তরোত্তর আরও উন্নতি করবে দিন দিন। তবে অবশ্যই আপনারা নতুন কিছু দেখতে পাবেন এই বিপিএলে। যেটাতে দর্শক, মিডিয়া সবাই সম্পৃক্ততা অনুভব করবে। এ ব্যাপারে দীর্ঘক্ষণ আলাপ করেছি।’
বিসিবি ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে কিছু প্রস্তাবনা দিয়েছেন, এমনটি উল্লেখ করেছেন ফারুক আহমেদ। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে আরও একবার বসবেন এবং তখন তার সামনে আরও কিছু প্রস্তাবনা দেওয়া হবে জানান বিসিবিপ্রধান।
এ সম্পর্কে ফারুক আহমেদের কথা, ‘আমি নিশ্চিত ক্রীড়া উপদেষ্টাও বলবেন। প্রধান উপদেষ্টাও কিছু তাৎক্ষণিক ধারণা দিয়েছিলেন। এখন আমরা যে প্রস্তাবনা দেবো, তারপর তিনি আরও কিছু যোগ করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে আরেকটা মিটিং হবে। তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।’
আপনার মতামত লিখুন