খুঁজুন
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১

দেশের অন্তত আড়াই লাখ শিশু ক্রনিক কিডনি রোগে ভুগছে

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১১:৫০ অপরাহ্ণ
দেশের অন্তত আড়াই লাখ শিশু ক্রনিক কিডনি রোগে ভুগছে

দেশের অন্তত ৫০ লাখ শিশু কিডনি রোগে ভুগছে। এরমধ্যে পাঁচ শতাংশ অর্থাৎ অন্তত আড়াই লাখ শিশু ক্রনিক কিডনি রোগে ভুগছে। দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগের রোগীদের মধ্যে ৪ থেকে ৫ শতাংশ শিশু কিডনির সমস্যা নিয়ে আসে।

শিশুর কিডনি বিকল রোগে পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রশিক্ষণে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে গত শনিবার (২৬ অক্টোবর) শুরু হয় সম্মেলনটি। দেশি-বিদেশি প্রশিক্ষকদের মাধ্যমে চিকিৎসক, নার্সদের অংশগ্রহণে পেরিটোনিয়াল ডায়ালাইসিস নিয়ে ১০টি সেশনের মাধ্যমে রবিবার (২৭ অক্টোবর) শেষ হয়।

সম্মেলনে বক্তারা বলেন, নজরদারি না থাকায় কিডনি রোগীর সংখ্যার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে কিডনিজনিত সমস্যায় প্রায় দুই কোটি রোগী থাকতে পারে, যাদের মধ্যে ৫০ লাখ শিশু। জন্মগত সমস্যা, ডায়রিয়ার পরে Acute Kidney Failure এবং নেফ্রাইটিসের প্রদাহ শিশুদের কিডনি রোগের প্রধান কারণ। ডায়রিয়ার কারণে শিশুর কিডনি বিকল হওয়ার শঙ্কা প্রাপ্তবয়স্কদের তুলনায় ২৯ শতাংশ বেশি।

ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএইচ) আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক IPNA-সমর্থিত পেডিয়াট্রিক AKI (Acute Kidney Injury) ও CKD (Chronic Kidney Disease)-তে পেরিটোনিয়াল ডায়ালাইসিস: PDKIDS 2024’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন দেশি-বিদেশি ২০০-এর বেশি চিকিৎসক, নার্স।

বেসিক পেরিটোনিয়াল ডায়ালাইসিস, গুরুতর AKI-তে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ভূমিকা, পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং ক্রনিক পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রক্রিয়া এবং বৈজ্ঞানিক পদ্ধতি চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে প্রথম দিন। বিষয়ভিত্তিক আলোচনাসহ বেশ কয়েকটি বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সম্মেলনের দুদিন।

ড. শারমিন আফরোজ ও ড. শেখ ফারজানা সোনিয়ার সঞ্চালনায় সম্মেলনে কয়েকটি ধাপে আলাদা আলাদা করে ১০টি সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশন পরিচালনা করে তিনজন করে বিশেষজ্ঞ চিকিৎসক। প্রতি সেশন শেষে সম্মেলনে অংশ নেওয়াদের কাছ থেকে প্রশ্ন-উত্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস সম্পর্কে।

সম্মেলনে ভারত, সিঙ্গাপুর, আমেরিকা, থাইল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকা থেকে অংশ নিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাকাডেমিক পরিচালক অধ্যাপক খাদিজা রহমান। এছাড়া বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের পরিচালক অধ্যাপক আজমেরি সুলতানা, প্রশিক্ষণ কোর্সের কো-চেয়ারম্যান অধ্যাপক নব কৃষ্ণ ঘোষ, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক আফরোজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PDKIDS 2024-এর উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ হানিফ, কোর্সের চেয়ারপার্সন অধ্যাপক মোহাম্মদ শাহিদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে ছিলেন ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক নাজমুন নাহার। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুন।

সম্মেলনে ভারতের অধ্যাপক আর এন শ্রিভাস্তাভা, সিঙ্গাপুরের অধ্যাপক ইয়াপ হুই কিম, বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ হানিফ, অধ্যাপক মোহাম্মদ শাহিদুল্লাহ ও অধ্যাপক নাজমুন নাহারকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ও কোর্সের পরিচালক অধ্যাপক আজমেরি সুলতানা বলেন, ‘এই আয়োজনের মূল লক্ষ্য কিডনি রোগে শিশুর মৃত্যুর হার কমানো। এই প্রশিক্ষণের ফলে চিকিৎসক, নার্সরা প্রাথমিকভাবে পেরিটোনিয়াল ডায়ালাইসিসে আরও দক্ষ হবে। এতে করে শিশুমৃত্যুর হার কমে আসবে।’

স্ট্যাম্পে লাথি মারায় কঠিন শাস্তি পেলেন ক্লাসেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
স্ট্যাম্পে লাথি মারায় কঠিন শাস্তি পেলেন ক্লাসেন

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন হেইনরিচ ক্লাসেন। এতে মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মেরে বসেন এই ডান হাতি ব্যাটার। এই জন্য আইসিসি থেকে কঠিন শাস্তি পেয়েছেন তিনি।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

এদিন আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ৩৩০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। সবাই যখন ব্যর্থ, তখন দলকে একাই টানছিলেন ক্লাসেন। তবে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি।

৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি। ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহের বল ক্যাচ তুলে দিয়ে বিদায় নিতে হয় তাকে। তখন বিষয়টি মেনে নিতে পারেননি প্রোটিয়া ব্যাটার। লাথি মেরে বসেন স্টাম্পে। পরে ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে র‌্যাব-১২,এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ, দুপুর ০১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ জাকস ফাউন্ডেশন এর সামনে ঢাকা হতে রংপুরগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬১ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬টি মোবাইল ফোন, ০২টি প্রাইভেট কার এবং নগদ ৪,৮০০/- টাকা জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ হুমায়ূন কবির (৪২), পিতা-মৃত বেলাল  হোসেন, সাং-নিমধি, ২। মোঃ আল আমিন (৩০), (ড্রাইভার), পিতা-মোঃ আলম, সাং-ইন্দ্রকুল, উভয় থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ জুয়েল বেপারী (৩২), পিতা-মোঃ সিরাজ বেপারী, সাং-চর ফ্যাশন, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ৪। মোঃ ফরিদ (৩০), (ড্রাইভার), পিতা-মৃত শহিদুল্লাহ, সাং-দোইয়ারা একাতরী, থানা-শাহারাস্থী, জেলা-চাঁদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের নিজস্ব প্রাইভেট কার যোগে পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সোমবার সকালে  সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।
র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

দেশে যখনি সুষ্ঠু নির্বাচন হবে তখনি বিএনপি ক্ষমতায় যাবে: বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ
দেশে যখনি সুষ্ঠু নির্বাচন হবে তখনি বিএনপি ক্ষমতায় যাবে: বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম

বিএনপি চেয়ারম্যান পারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, এদেশে যখনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে তখুনি বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। 

স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা ছিলো খুনি, রক্তপিপাসু লুটপাটকারি, বিগত ১৭ বছর ক্ষমতায় থেকে দেশটাকে নরকে পরিনত করেছিলো, আওয়ামীলীগ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে।

তিনি আরও বলেন, ভারত বিভিন্ন ভাবে কলাকৌশলে আওয়ামীলীগকে ২৭ বছর ভোট বিহীন ভাবে ক্ষমতায় বসিয়ে রেখেছিলো। সবই স্বার্থের জন্য ১৭ বছরে দেশে কথিত আওয়ামী লীগ সরকার স্বৈরাচার শেখ হাসিনা দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই। বিদ্যুৎ চুক্তি করেছিলো তা বাতিল করে নাই শুধু ইন্ডিয়া কে খুশি করার জন্য যা ইচ্ছা তাই করেছে।

আওয়ামীলীগের পুর্ণবাসন আর এদেশে হবে না।  বিএনপি যেন, ক্ষমতায় না আসতে পারে তাই আওয়ামীলীগের নেত্রী পতিত স্বৈরাচার খুনি শেখ হাসিনা ভারতে পলায়ন করে ওখানে বসে বসে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে সেই স্বপ্ন পূরণ হবে না। পতিত  স্বৈরাচার শেখ হাসিনা  ছিলো লুটপাটকারি, নির্যাতনকারি, কথিত আয়নাঘরের ও গুমের  সরদারনী,  খুনি রক্তপিপাসু  বিগত ১৭ বছর জোর করে ক্ষমতা আকড়িয়ে হাজার হাজার বিএনপির নেতা-কর্মীদের এবং সাধারণ মানুষকে নাটক সাজিয়ে হত্যা করেছে, আর্মি ও শাপলা চত্তরে ওলামা মাশায়েকদেরকে হত্যা করছে । ও ছিলো কালপিট ওকে ( শেখ হাসিনাকে)   ওর দোসরদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক, আয় দেশে আয়, তোর সাহস কত !  এই  গুমকারিনী, খুনি আবার নির্বাচন করতে চাস। অনেক ধৈর্য ধরেছি আর না তোর, তোদের বিচার   করা হবেই । 

তিনি আরও বলেন, দেশে যখনি নির্বাচন  হোক না কেনো সেই নির্বাচনে দেশের সাধারণ  জগগণ বিপুল ভোটে মাধ্যমে  বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাল্লাহ। বিএনপি হলো মা মাটির দল, দেশ প্রেমিক দল। মুক্তিযুদ্ধের দল। আওয়ামীলীগ মুখে মুক্তিযুদ্ধের কথা মানায় না  তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে নাই।  মুক্তিযোদ্ধাদের কথা বলে জাতির সামনে   মিথ্যা ইতিহাস তুলে ধরেছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ১২ টায় সিরাজগঞ্জ শহরের  বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত  এসব কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার  শেখ হাসিনার পার্সপোট নাই,সে অবৈধ ভাবে ভারতে রয়েছে মোদি কে বলবো তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির  সাধারণ সম্পাদক জনতার মেয়রখ্যাত   মোঃ সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক এ্যাডভোকেট শাহীন শওকত,সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও ওবায়দুর রহমান চন্দন। এসময় জেলা বিএনপির  বিভিন্ন উপজেলার  হাজার হাজার নেতাকর্মীরা   উপস্থিত ছিলেন।