বোনের সঙ্গে অভিমান অতঃপর গলায় ফাঁস

রাজধানীর কামরাঙ্গীরচর কোম্পানী ঘাট এলাকার একটি বাসায় মোছাঃ শান্তা(১৫)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সোমবার(২৮ অক্টোবর)রাতের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের মা সুরাইয়া আক্তার বলেন,
আমার আর এক মেয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজ রুমে চলে যায়।পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেচিয়ে ফাঁসি দেয়, পরে বুঝতে পেরে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন,
আমাদের নিজ বাসা কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাট ট্যানারি পুকুর পাড় তিন নম্বর গলি এলাকার মোঃদুলাল মিয়ার কন্যা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার মতামত লিখুন