সিরাজগঞ্জে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসব উদযাপিত
সিরাজগঞ্জে নানা আয়োজনে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসব উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।
এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান, কার্যকরী সদস্য সোহাগ হাসান জয় উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, নয়া দিগন্ত পত্রিকা বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা ২০০৪ অগ্রযাত্রা শুরু করেন। নয়া দিগন্ত পত্রিকা প্রতিষ্ঠার দুই দশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। বিগত ফ্যাসিবাদী সরকার এই নয়া দিগন্ত পত্রিকা নিষিদ্ধ করেছিল তার পরেও নয়া দিগন্ত পত্রিকা থেমে থাকেনি। নয়াদিগন্ত বাংলাদেশের নতুন ধারার সঞ্চার করেছে। নয়াদিগন্ত তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে।
নয়াদিগন্তের মত সকলে গণমাধ্যমকে তথ্যনির্ভর সংবাদ প্রকাশের আহবান জানান তিনি। দেশের বিরুদ্ধে যে যড়যন্ত্র হচ্ছে তা তুলে ধরতে হবে। ৫ আগষ্টের পর নতুন দেশ উপহার দেয়ার জন্য ছাত্র জনতা সাংবাদিকসহ সবাইকে অভিনন্দন জানান।
আপনার মতামত লিখুন