ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন বাংলাদেশ (টিআরইউবি) কার্যকরী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান ইয়াসিন।
মঙ্গলবার (৭জানুয়ারি)সকালে রাজধানীর বনানীস্থ বিআরটিএ সদর দফতরে চেয়ারম্যান ইয়াসিন-এর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত আয়োজনে টিআরইউবি’র সদস্যরা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা প্রদান ও সংক্ষিপ্ত মতবিনিমিয় আয়োজনে বিআরটিএ’র চেয়ারম্যান ইয়াসিন এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিতরা বিআরটিএ’র বিভিন্ন সেবা, সড়ক নিরাপত্তা,পরিবহন খাতের উন্নয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বিআরটিএ-এর কার্যক্রমকে আরও স্বচ্ছ, উন্নত ও জনগণের জন্য আরও কার্যকরী করার বিষয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এসময় বিআরটিএ চেয়ারম্যান ইয়াসিন বলেন, আমি যে দায়িত্ব নিয়েছি, তা সঠিকভাবে পালন করতে আমি সবসময় প্রস্তুত। আমাদের লক্ষ্য হলো সড়ক পরিবহন খাতের সেবা আরও উন্নত করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিআরটিএ’কে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। আমি আশা করি, ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন আমাদের সার্বিক সহযোগিতা করবে এবং আমরা একসাথে কাজ করব।
তিনি আরও বলে, আমি যোগদানের পর ইতোমধ্যে নিরবিচ্ছিন্নবাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার ব্যবস্থা করেছি। বিআরটিএর কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নসগ জনসম্পৃক্ততা বৃদ্ধিতে নিয়মিতভাবে গনশুনানীর আয়োজনের ব্যবস্থা করেছি। যা বিআরটিএ সকল সার্কেল ও জেলা পর্যায়ে প্রতি মাসে দুইটি করে করা হবে। যেখানে পরিবহন মালিক/শ্রমিক, তাদের সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া সকল সার্কেল ও জেলা বিআরটিএ অফিস দালাল মুক্ত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (টিআরইউবি) এর সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান বলেন,
আমরা বিশ্বাস করি বিআরটিএর চেয়ারম্যানের দিকনির্দেশনায় সড়ক পরিবহন খাতে উন্নয়ন, নিরাপত্তা এবং সেবা প্রদান আরও শক্তিশালী হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সকলে একযোগে কাজ করতে হবে যেন দেশের জনগণের জন্য সড়ক পরিবহন ব্যবস্থা আরও সহজ, সুষ্ঠু এবং নিরাপদ করা যায়।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক (প্রশাসন), মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মো. শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ. অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম (আল আমিন), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মাহমুদুল হাসান, মো. দেলোয়ার হোসেন, মো. লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, জয়তুননেসা মিলা, মো. বেলায়েত হোসেন, আকবর হোসেন।
টিআরইউবি এবং বিআরটিএ’র মধ্যে এই শুভেচ্ছা বিনিময় পর্ব সড়ক পরিবহন খাতের উন্নয়নে সুষ্ঠু সমন্বয় এবং সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। এটি ভবিষ্যতে আরও কার্যকরী ও স্বচ্ছ সেবা প্রদানের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সম্পর্কের উন্নয়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাগন।
আপনার মতামত লিখুন