খুঁজুন
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ, ১৪৩১

ঢাকা মেডিকেলে আবারো ভুয়া চিকিৎসক আটক

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ণ
ঢাকা মেডিকেলে আবারো ভুয়া চিকিৎসক আটক

এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান, গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ড থেকে মোছাঃ পাপিয়া আক্তার স্বর্ণা(২৫) নামে এক নারী ভুয়া চিকিৎসক আটক হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে ওই ভুয়া চিকিৎসককে আটক করে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয়। পরে শাহবাগ থানায় ওই ভুয়া নারী চিকিৎসককে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেলে দায়িত্বে থাকা আনসারদের প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, “বারোটার দিকে আমাদের একটি টহল টিমের সদস্যরা টহল দেওয়ার সময় নাক, কান,গলা বিভাগে ৩০৩ নম্বর ওয়ার্ডের তৃতীয় তলায় এপ্রোন পরে ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি সন্দেহ হলে আনসার সদস্য ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদেরকে ডেকে ওই নারীকে দেখান।”

“পরে ঢাকা মেডিকেলের কোনো চিকিৎসক তাকে না চিনলে ওই নারীকে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে পরিচালক ও উপ-পরিচালকের পরামর্শে ওই ভুয়া নারী চিকিৎসককে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুকের কাছে সোপর্দ করা হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, “আমরা জানতে পারি নাক, কান, গলা,বিভাগের, মোঃ নুর আলম নামের এক পেসেন্ট গত ১১ নভেম্বর ইউনিট ছয় এর আন্ডারে ভর্তি হয়। তার কাছে থেকে সুকৌশলে ২৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করি। রোগীর কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ঘাগড়া গ্রামের আব্দুর রাজ্জাকের সন্তান।”

তিনি আরো জানান, “ভুয়া নারী চিকিৎসক নরসিংদী জেলা মনোহরদী থানা আর-ওয়াদিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে বকশিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।”

বলে রাখা ভালো, এর আগে গত বছর ডিসেম্বরে মুনিয়া রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। সেই ঢাকা মেডিকেলেই পুনরায় ঘটলো এমন ঘটনা।

‘নারী ক্রিকেটের সুদিন আসছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
‘নারী ক্রিকেটের সুদিন আসছে’

গত কয়েক বছরে ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটও আছে বেশ আলোচনায়। জাতীয় দলের পাশাপাশি সম্প্রতি ভালো করছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও।

কয়েক দিন আগেই এশিয়া কাপের রানার্সআপ হয়েছে তারা।

সুমাইয়া আক্তাররা এবার খেলতে যাচ্ছেন বিশ্বকাপ। এবার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করছেন অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান। বুধবার বিশ্বকাপের ফটোসেশনের পর তিনি জানিয়েছেন, নারী ক্রিকেটের সুদিন আসছে বলে বিশ্বাস তার।

সারোয়ার ইমরান বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট, নারী উইংয়ের চেয়ারম্যান, তারা সবাই নারী ক্রিকেট নিয়ে কাজ করছেন। আমাকে সাহায্য করছেন। সে হিসেবে বলবো সামনে নারী ক্রিকেটের সুদিন আসছে। আমি আশা করছি নারী ক্রিকেট দ্রুত উন্নতি করবে। শুধু তিনদিনের খেলা না, সব ধরনের খেলাই খেলতে হবে। ’

আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশের মেয়েরা। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের বাকি সঙ্গী অস্ট্রেলিয়া-নেপাল-স্কটল্যান্ড। এই টুর্নামেন্টে ভালো করার আশা আছে অধিনায়ক সুমাইয়ারও।

তিনি বলেন, ‘আমার প্রথম লক্ষ্য…অস্ট্রেলিয়া হোক যা যেই হোক, আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না …ওরাও অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ দলের গ্রুপে পড়ছি। ’

‘আমাদের দলটা খুব ভালো, আমরা যদি নিজের রোল প্লে করতে পারি… আমি জানি আমার দলের শক্তির দিক কোনটা, আমরা যদি স্ট্রং জোন নিয়ে ফাইট করি ভালো কিছুই হবে।

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন

নির্বাচন কমিশন ভোটার হালনাগাদের ২০২৫ সালের খসড়া তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দেশে মোট ভোটার বেড়ে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জনে দাঁড়িয়েছে। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, দেশে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। মোট পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩। মোট নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৯৯৪ জন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।

তিনি বলেন, দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন। দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৭ জানুয়ারি।

ইসি জানায়, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কল্যাণরাষ্ট্র গঠনে বেলকুচিতে মুক্ত আড্ডা অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কল্যাণরাষ্ট্র গঠনে বেলকুচিতে মুক্ত আড্ডা অনুষ্ঠিত

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে পাশে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালি ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বর এসে শেষ হয়ে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

এই আড্ডার মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং এর মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া সামাজিক কার্যক্রমগুলোর কার্যকারিতা এবং এলাকার উন্নয়নে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি কীভাবে সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা নতুন প্রজন্মের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয়তা এবং আশা প্রকাশ করেন। তারা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আরও কার্যকর উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক নিরাপত্তার ব্যবস্থা আরও উন্নত হতে পারে।

তারা আরও বলেন, নতুন প্রজন্ম সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আরও বেশি সহায়তা এবং সুযোগ-সুবিধার প্রত্যাশা করছে। আমরা চাই, সরকারের এসব উদ্যোগের মাধ্যমে আমাদের ভবিষ্যত আরও উজ্জ্বল এবং সুরক্ষিত হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি সরকার জনগণের পাশে দাঁড়ায়, তবে সামগ্রিক উন্নয়ন সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া বলেন , কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। এসব কার্যক্রম সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ও উন্নত ভবিষ্যত নিশ্চিত করবে।

ওয়াকাথন ও মুক্ত আড্ডায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ব্রজ গোপাল সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হেলাল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুসা হাশেমীসহ এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।