অস্ত্র ঠেকিয়ে করা হয় জিম্মি
স্বামী-স্ত্রীকে বেঁধে লাঞ্ছিত, স্বর্ণালংকার ও টাকা লুট
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্পপতি রেজাউল করিম মালার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। পরে তারা ওই শিল্পপতির ছেলে ও ছেলের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এলোপাথারি পিটিয়ে নগদ ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। বুধবার (২৭ নভেম্বর) ভোরে ফতুল্লার সস্তাপুরের গাবতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা জানান, ভোর রাতে দু’তলা বাড়ির পিছনের জানালার গ্রিল কেটে ৬ জন ডাকাত ঘরের ভেতর প্রবেশ করেন। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিল। এ ছাড়া ঘরের বাইরেও ডাকাত দলের সদস্যরা দাঁড়িয়ে ছিলেন। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল।’
তিনি আরও বলেন, ডাকাতরা প্রথমে ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত পা বেঁধে ফেলেন। তখন তারা চিৎকার দেওয়ার চেষ্টা করলে ৬ জন ডাকাত একসঙ্গে আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাথারি মারধর করেন। তখন আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে পরনের অলংকার ও আলমিরা থেকে আরো স্বর্ণালংকারসহ ৪০ ভরি অলংকার লুটে নেয়।’
এরপর বাসার নিচ তলায় নেমে ডাকাতরা আলমিরা ভেঙে নগদ ৭ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আহত অবস্থায় আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
রেজাউল করিম মালার ছেলে আলাউদ্দিন জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি রেখে যান আমাদের ভয় দেখানোর জন্য। এ বিষয়ে থানায় মামলা দায়ের করব।’
ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে।’
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ কিংবা মামলা দায়ের হয়নি। ঘটনা শোনামাত্রই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ডাকাতদের অতি দ্রুত সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ওই বাড়িটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা ঘরে ঢুকে তাদেরকে শারিরীকভাবে লাঞ্ছিত করছে। এমনকি পুরুষকে বিবস্ত্র করে বিছানায় বসিয়ে রেখেছে। তাছাড়া স্বামী স্ত্রীর সাথে জবরদস্তি করতেও দেখা যায় সেখানে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সহ এলাকার সকলের মাঝে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে।
আপনার মতামত লিখুন