খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ, ১৪৩১

ঢাকা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
ঢাকা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর ছাত্রদলের চারটি শাখার আংশিক কমিটি অনুমোদন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মহানগর শাখাগুলো হলো:
মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদল:
সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূইয়া রবি, আবু বক্কর সিদ্দিক সুমন, ফখরুল ইসলাম ফাহাদ, ইমাম হোসেন নির্জন, আসাদুল শিকদার, ইমরান খান সনি, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির হাসান সোহাগ, আসাদুজ্জামান, আব্দুল হালিম, ইউসুফ আহম্মদ ইরফান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল:
সভাপতি শামীম মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ উল্লাহ মাহমুদ, সহ-সভাপতি ইব্রাহিম সরকার, রুবেল আহমেদ রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, এইচ এম মাসুম বিল্লাহ, রেদোয়ান হিমেল, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী রবিন।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল:
সভাপতি মো. সোহাগ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সহ-সভাপতি আরমান হোসেন বাপ্পী, মো. আক্তার হোসেন, বায়োজিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত, আব্দুর রহিম রাজীব, রাশিদ উল ইসলাম তানজীম, আবু সুফিয়ান সরকার, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদ।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল:
সভাপতি মো. রবিন খান, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ, সহ-সভাপতি মো. কাউছার খাঁন, সারোয়ার আলম পিয়াস, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, জাকারিয়া খান সিজার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল।

আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

রাজধানীর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ণ
রাজধানীর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোঃ মহিন উদ্দিন(৩২) কারাবন্দির মৃত্যু হয়েছে।

বুধবার(২৫ ডিসেম্বর)বিকালের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মইনল ইসলাম বলেন,
মোঃ মহিন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলে,
নিহত মোঃ মহিন উদ্দিন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তার বাবার নাম মৃত বেচু মিয়া তিনি কোন মামলায় আসামি ছিলেন এই বিষয়ে আমরা কিছু জানতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে,তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

উল্লাপাড়ায় কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা  অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ
উল্লাপাড়ায় কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা  অনুষ্ঠিত

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের আয়োজনে, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া   উপজেলার মোহনপুর ইউনিয়ন লাহড়ীমোহন পুর দাখিল মাদ্রাসা ও স্কুল মাঠে বংকিরাট ব্লকে প্যাটার্নের নামঃ সরিষা-বোরো-পতিত। 

উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, খামারবাড়ি ঢাকা এর পরিচালক, সরেজমিন উইং, ডিএই, কৃষিবিদ সরকার শফি উদ্দীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল বগুড়ার অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন, তেলতাজীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প বগুড়া অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, ডিআই, খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মশকর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী। 

অনুষ্ঠান পরিচালনা করেন, উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার আসয়াদ বিন খলিল রাহাত।  

এসময়ে উল্লাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সরোয়ার হোসেন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রমজান আলী, মোঃ আলমগীর হোসেন,  মোঃ আল্লামা ইকবাল, স্বপন কুমার বসাক, মোঃ হাদিদুল ইসলাম মোঃ আব্দুল আলিম, মোঃ মান্নাফ হোসেন, মোঃ বসির উদ্দিন, মোঃ সোহেল আরমান সহ আরো উপ-সহকারী গণ এবং কৃষক-কষাণীগন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।