খুঁজুন
রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ, ১৪৩১

টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ড.ইউনুস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ড.ইউনুস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ এ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দল। এরইমধ্যে দুর্নীতির অভিযোগ অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন, “লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে, সেটির তদন্ত করা উচিত। যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি “ডাকাতির’ মাধ্যমে পেয়েছেন, তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত।”

অপরদিকে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ।

তিনি বলেছেন “কেয়ার স্টারমার! টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন”।

টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য, তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।

বিগ ব্যাশে ফিরেই স্মিথের সেঞ্চুরি, ছুঁলেন রেকর্ডও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
বিগ ব্যাশে ফিরেই স্মিথের সেঞ্চুরি, ছুঁলেন রেকর্ডও

0-0x0-0-0#

বিগ ব্যাশে গত মৌসুমটা ভালো কাটেনি স্টিভেন স্মিথের। যদিও খেলেছিলেন কেবল দুই ম্যাচ।

তবে এবারের মৌসুমে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তিনি। উপহার দিলেন টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে সিডনি সিক্সার্সের হয়ে ৬৪ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১২১ রান করেন স্মিথ। বিগ ব্যাশে এটি তার রেকর্ড তৃতীয় সেঞ্চুরি। তার সমান সেঞ্চুরি বেন ম্যাকডারমটেও। কিন্তু এর চেয়ে বেশি নেই আর কোনো ব্যাটারের।

যদিও ম্যাচের শুরুতে কিছুটা ধুকছিল সিডনি। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে কেবল ২৪ রান তোলে তারা। কিন্তু এরপর তাণ্ডব চালাতে থাকেন স্মিথ। শর্ট বাউন্ডারিকে টার্গেট করে নিয়মিতই চার-ছক্কার ফুলঝুড়ি ছোটান ডানহাতি এই ব্যাটার। গ্যালারিতে থাকা দর্শকদের চমকে দিয়ে সুইচ হিট শটেও বাউন্ডারি আদায় করে নেন তিনি।
তবে স্মিথ আউট হতে পারতেন ব্যক্তিগত ৩১ রানে। কিন্তু তার ক্যাচটি নিতে ব্যর্থ হন কুপার কনোলি। শেষ পর্যন্ত আর কেউই স্মিথকে থামাতে পারেনি। ৫৮ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর জেসন বেহরেনডর্ফের করা শেষ ওভারে তিন ছক্কাসহ ২১ রান আদায় করেন এই ব্যাটার। যার ফলে সিডনির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২০ রান।

এদিকে সিডনি সিক্সার্সের হয়ে কেবল আর দুটি ম্যাচই (১৫ ও ১৭ জানুয়ারি) খেলতে পারবেন স্মিথ। কেননা তার নেতৃত্বেই শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। যা শুরু হবে ২৯ জানুয়ারি থেকে।

‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে’

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে’

প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেছেন, সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করবেন, জনগণ তা মানবে না।
এর মধ্যে রমজান আসন্ন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বাজার দর নির্ধারণ করতে হবে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশ আমাদের কাবু করতে পারবে না। এই মুহূর্তে দেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি-জামায়াতকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মত-পার্থক্য থাকবে এবং থাকতে পারে। তা যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা ভারতসহ সব দেশের সঙ্গে সু-সম্পর্ক রাখতে চাই। তবে ভারত প্রভুর আচরণ করলে, তা মেনে নেওয়া হবে না।

জামায়াতের এই নেতা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ০৫ আগস্ট ঘটেছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তন আমরা চাই না। উপদেষ্টা সদস্যদের মধ্যে ভূত রয়েছে, এ ভূত তাড়ান। তা না হলে জনগণ তাড়াবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ও মো. জাহাঙ্গীর আলম প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মো. হারুনুর রশিদ ওসমানী।

আরও বক্তব্য রাখেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু নছর আশ্রাফী, জেলা তালীমুল কুরআন বিভাগের হাফেজ মাওলানা মীর হোসাইন, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. ইব্রাহীম খলিল ও সদর উপজেলা সভাপতি মো. মহরম আলী।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. কলিম উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসানাত পাটওয়ারী।

‘বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
‘বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে’

বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি, কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে।