খুঁজুন
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন, ১৪৩১

শবে বরাতে কি ভাগ্য নির্ধারিত হয় ? আলেমগণ যা বলছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ
শবে বরাতে কি ভাগ্য নির্ধারিত হয় ? আলেমগণ যা বলছেন

শবে বরাত ইসলামি ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। হাদিস ও ইসলামি স্কলারদের মতে, এই রাতটি বিশেষ ফজিলতপূর্ণ। তাই অনেকে এ রাতে নফল ইবাদত, তাহাজ্জুদ, জিকির-আজকার ও কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকেন। তবে একটি প্রচলিত ধারণা রয়েছে—শবে বরাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। সত্যিই কি এমনটা হয় ? কি বলছেন আলেমগণ ?

বিষয়টি নিয়ে অনেকে বিশ্বাস করেন, এই রাতে মানুষের হায়াত-মউত, রিজিকসহ ভাগ্য সংক্রান্ত বিষয় নির্ধারণ করা হয়। এর পক্ষে কিছু বর্ণনা পাওয়া গেলেও হাদিস বিশারদদের মতে, এসব হাদিস অত্যন্ত দুর্বল বা বানোয়াট। কোরআন ও সহিহ হাদিসে শবে বরাতকে ভাগ্য নির্ধারণের রাত হিসেবে স্পষ্টভাবে বর্ণনা করা হয়নি।

কোরআনে আল্লাহ তাআলা বলেছেন— আমি তা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে এবং আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। (সূরা দুখান, আয়াত ৩-৪)

তাবিয়ী ইকরিমাহ (রহ.) ব্যাখ্যা করেছিলেন যে, এখানে ‘মুবারক রজনী’ বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে এবং এ রাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। তবে অধিকাংশ মুফাস্সির এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন।

ইমাম তাবারি (রহ.) বলেন, এখানে ‘মুবারক রজনী’ বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কারণ কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন। তাই ‘লাইলাতুল মুবারাকা’ বলতে শাবানের কোনো রাত নয়, বরং লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে। (তাফসির তাবারি, ২৫/১০৭-১০৯)

পরবর্তী যুগের মুফাস্সিরগণও ইমাম তাবারির ব্যাখ্যার সঙ্গে একমত হয়েছেন। তারা বলেন, লাইলাতুল কদর ও লাইলাতুম মুবারাকা একই রাতের দুটি উপাধি।

এ বিষয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর শবে বরাত সম্পর্কে বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন— আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে (শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।

এই হাদিস থেকে বোঝা যায়, শবে বরাতে আল্লাহর রহমত ও মাগফিরাত সবার জন্য উন্মুক্ত থাকে। তবে তিনি ব্যাখ্যায় বলেন, কেউ যদি বিশেষ কোনো আমল না-ও করে, তবুও আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ রহমতের সুযোগ পেয়ে যাবেন।

তিনি আরও বলেন, শবে বরাতের রাতে ইবাদতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। তবে কিছু দুর্বল হাদিসে কবর জিয়ারত, দোয়া ও সালাতের কথা উল্লেখ রয়েছে। তাই কেউ যদি ব্যক্তিগতভাবে ইবাদত করেন, দোয়া করেন বা সালাত আদায় করেন, তা করা যাবে, তবে একে বিশেষ দিবস হিসেবে মনে করা ঠিক নয়।

তবে এই রাতে মসজিদে গিয়ে দলবদ্ধ হয়ে ইবাদত করা, বিশেষ কোনো নির্দিষ্ট আমল স্থির করা বা এটিকে ধর্মীয় উৎসব হিসেবে পালন করা বিদআত বলে তিনি মত দেন। একইভাবে, ‘শবে বরাতে মানুষের ভাগ্য লেখা হয়’—এমন যে কোনো বিশ্বাসও বিদআত হিসেবে গণ্য হবে বলে তিনি উল্লেখ করেন।

সুতরাং, শবে বরাতে ভাগ্য নির্ধারণের ব্যাপারটি সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। তবে এই রাতের ফজিলত রয়েছে এবং এটিকে ইবাদতের মাধ্যমে কাটানো একটি প্রশংসনীয় আমল। তবে ভুল ব্যাখ্যা ও ভিত্তিহীন বিশ্বাস থেকে বিরত থাকা জরুরি বলে আলেমরা মত দেন।

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশন এর চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও
বাংলাদেশ টেনিস ফেডারেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাই সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা আমাদের বেলকুচির মানুষ সবাই সুস্থ ও সামাজিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন এবং এমন সংবাদ পরিবেশন করবেন না যাতে আমাদের এলাকার ক্ষতি হয়। এমন সংবাদ পরিবেশনের বিষয়ে লক্ষ রাখান আহ্বান জানান। 

বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক তাকে স্বাগত জানানো হয়।

বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গতমাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ন উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এসময় চুরির দায়ে  হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গতকাল শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈলগাছি গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে। 

বেলকুচি থানার ওসি মো: জাকেরিয়া হোসেন বলেন, গতমাসে ওই মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ন চুরির ঘটনা ঘটে। এঘটনায় মামলা হবার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টির বিয়ের বিয়ের গুঞ্জনে ব্যস্ত নেটিজেনরা। সম্প্রতি দুজনের একটি ভাইরাল ছবি গুঞ্জনকে উষ্কে দিয়েছে। ছবিটিতে শামীম ও বৃষ্টি বিয়ের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শামীম একটি ফেসবুকে ছবিটিপোস্ট করেছেন। এরপর থেকে বাতাসে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবরটি।

শামীম তার পোস্টে কোনো ক্যাপশন না থাকায় অনেকেই ধরে নেন, এ দুই তারকা বিয়ে করেছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে বিয়ের খবর দ্রুত ভাইরাল হতে শুরু করলে সে পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানান শামীম।

তিনি বলেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

অভিনয় ক্যারিয়ারে একসঙ্গে জুটি গড়ে অসংখ্য নাটকে কাজ করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের ভালো বন্ধু।

অনেকদিন থেকেই অভিনেত্রী অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শামীমের। অন্যদিকে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তানিয়া বৃষ্টির।