খুঁজুন
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন, ১৪৩১

সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

সিরাজগঞ্জে র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২০ ফেব্রæয়ারি ২০২৫ খ্রিঃ, সকাল ০৯.২০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন সয়েদাবাদ গোলচত্বরে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের পিকআপে লুকানো অবস্থায় ৫৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন, ০১টি পিকআপ এবং নগদ ৩,০০০/- টাকা জব্দ করা হয়।

শুক্রবার সকালে এক প্রেস রিলিজ এর মাধ্যমে জানানো হয়েছে। 

গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ রাসেদ (২৮), পিতা- মৃত আব্দুল আলী, সাং- আন্ডারচর, থানা- নোয়াখালী সদর, জেলা- নোয়াখালী, ২। মোঃ রোবেল আহাম্মদ (৪৫), পিতা- মৃত শাহ্ আলী, বর্তমান সাং- রাজেশপুর, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা, স্থায়ী সাং- কাজাইকাটা, থানা- মেলান্দহ, জেলা- জামালপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপ যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দাবি

চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটলেও কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিনজনই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত ৩টি মোবাইল ফোন, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজনের মধ্যে একজনের নাম মুহিত। তার বাড়ি মানিকগঞ্জে। অন্যরা হলেন শরীয়তপুরের সবুজ ও ঢাকার শরীফ।

গ্রেপ্তার তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বারত দিয়ে মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিনজন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত। তাদেরও গ্রেপ্তার করা হবে দ্রুত।’

এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি। তবে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নেওয়ার সময় শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে।’

পুলিশ সুপার বলেন, ‘বাসের নারী যাত্রীদের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। তারাও আমাদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছে। আমরা তদন্ত করছি। আশা করি দ্রুতই পুরো ঘটনা আমরা জানতে পারব।’

গত বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক বাসযাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় এই ঘটনায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

এর আগে সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। চলন্ত বাসে প্রায় তিন ঘণ্টা ধরে ডাকাতি শেষে একই জায়গায় বাসটি ঘুরিয়ে নিয়ে গিয়ে ভোর ৪টার দিকে ডাকাতরা নেমে যায়। এ সময় ডাকাতি ছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ তোলেন যাত্রীরা।

ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ। পরে ৫৪ ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান।

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে চরম বিরক্ত প্রীতি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে চরম বিরক্ত প্রীতি

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে যে যার মতো করে এক ধরনের অবাধ স্বাধীনতা ভোগ করছেন। ফলে অনেকে আবার লাগামছাড়া কারো বিষয়ে মন্তব্য করে, কারো প্রসঙ্গে বেফাঁস কথা বলে বিভিন্ন সংকট সৃষ্টি করছেন। এ থেকে সাধারণ মানুষ হতে শুরু করে তারকারাও বাদ যাচ্ছে না।

বিশেষ করে শোবিজের তারকাদেরকে নেটিজেনরা কড়া নজর রাখেন! নেটিজেনদের কথা বলার অবাধ স্বাধীনতা দেখে চরম বিরক্ত বলিউড তারকা প্রীতি জিনতা। সোশ্যাল মিডিয়ায় তার চোখে খারাপ কিছু পড়লে নেটিজেনদের তিনি ছাড় দেন না।

আর নেটিজেনদের উপদেশ দেওয়ার জন্য প্রীতি হাতিয়ার হিসেবে বেছে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যমকেই। নেটিজেনদের কথাবার্তায় ক্ষেপে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

প্রীতি জিনতা লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কী হয়েছে? সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেনো? কেউ যদি একটি এআই বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তাহলে সে ভক্ত হয়ে যায়। হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতবাসী কিংবা গর্বিত হিন্দু বলে জাহির করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।’

সেই পোস্টে প্রীতি আরও লেখেন, ‘এবার দয়া করে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে, আমি কেনো জেনকে বিয়ে করলাম? আমি তাকে বিয়ে করেছি কারণ আমি তাকে ভালোবাসি। আর হ্যাঁ, পুরো দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না। বুঝলেন?’ বিদেশি প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা নিয়েই সম্ভবত সম্প্রতি অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। তার পোস্টে তেমন ইঙ্গিতই পাওয়া গেছে। তবে প্রীতির এ পোস্ট কিন্তু দারুণ হিট। মনের কথা তুলে ধরার জন্য অনেকেই সমর্থন জানিয়েছেন প্রীতিকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠে এ কনসার্ট হওয়ার কথা ছিল।

আয়োজকরা জানিয়েছেন, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে জমকালো এ গানের আসর। খুব শিগগিরই নতুন তারিখসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

এই কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন নগর বাউল হিসেবে খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমস। এ কনসার্টে ব্যান্ড দল চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের অংশ নেওয়ার কথা ছিল।

জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেসব দেশীয় শিল্পীকে নিয়ে ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। খুব শিগগরিই কনসার্টের নতুন তারিখ জানাবেন আয়োজকরা।