মাঝরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে মধ্যরাতে জরুরি প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত তার নিজ বাসা বারিধারার ডিওএইচএসে ব্রিফিং করেন তিনি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এক খুদে বার্তায় এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।
রাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সাল হাসান সাংবাদিকদের ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানান।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে রাত ৩টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার বারিধারা ডিওএইচএস-এর বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনভর সারা দেশে নানান কর্মসূচি পালন করেছেন।
এরইমধ্যে সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি ও মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাইয়ের খবর পাওয়া যায়।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সোমবার ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।
আপনার মতামত লিখুন