খুঁজুন
শুক্রবার, ৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ, ১৪৩২

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত, বাংলাদেশ কি পেল ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত, বাংলাদেশ কি পেল ?

দুবাইয়ের ঐতিহাসিক মঞ্চে আরও একবার বিজয়ীর মুকুট পরল ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য শিরোপা জয় করল টিম ইন্ডিয়া। দীর্ঘ ১২ বছর পর ফের চ্যাম্পিয়নের আসনে বসার স্বাদ পেল তারা। ২০০২ সালে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে ভারত দ্বিতীয়বারের মতো ট্রফি জিতেছিল। তবে ২০১৭ সালে ফাইনালে পাকিস্তানের কাছে হারের ক্ষত মুছে দিল এই জয়।

টানা দুই বছরে বিসিসিআইয়ের ক্যাবিনেটে ঢুকল দুটি আইসিসি ট্রফি। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, এবারও তার নেতৃত্বেই নতুন কীর্তি। যদিও ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তিন বছরে তিন ট্রফি জয়ের স্বপ্ন ভেস্তে গিয়েছিল।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এর পুরস্কার তালিকা:

চ্যাম্পিয়ন: ভারত (ট্রফি ও ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৫২ লক্ষ টাকা)।

রানার্স: নিউজিল্যান্ড (ট্রফি ও ১.১২ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ টাকা)।

ফাইনালের সেরা ক্রিকেটার: রোহিত শর্মা (৮৩ বলে ৭৬ রান, ৭টি চার ও ৩টি ছক্কা)।

টুর্নামেন্টের সেরা ক্রিকেটার: রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান ও ৩টি উইকেট)।

গোল্ডেন ব্যাট (সর্বোচ্চ রান সংগ্রাহক): রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান, ২টি হাফ-সেঞ্চুরি)।

গোল্ডেন বল (সর্বোচ্চ উইকেট শিকারী): ম্যাট হেনরি (৪ ম্যাচে ১০টি উইকেট)।

অতিরিক্ত আয়:

প্রাইজমানি ছাড়াও গ্রুপ লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা করে বোনাস পেয়েছে দলগুলো। ভারত গ্রুপ লিগের তিনটি ম্যাচ জেতায় অতিরিক্ত ৯০ লক্ষ টাকা আয় হয়েছে তাদের।

এছাড়া, প্রতিটি দল শুধুমাত্র অংশগ্রহণের জন্য পেয়েছে ভারতীয় মুদ্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা। ফলে, ভারত চ্যাম্পিয়ন হয়ে মোট আয় করেছে:

চ্যাম্পিয়ন পুরস্কার: ১৯ কোটি ৫২ লক্ষ টাকা

ম্যাচ জয়ের বোনাস: ৯০ লক্ষ টাকা

টুর্নামেন্টে অংশগ্রহণ ফি: ১ কোটি ৮ লক্ষ টাকা

মোট আয়: প্রায় ২১ কোটি ৫০ লক্ষ টাকা

অন্যদিকে, নিউজিল্যান্ড রানার্স-আপ হয়ে পেয়েছে:

রানার্স পুরস্কার: ৯ কোটি ৭৫ লক্ষ টাকা

গ্রুপ লিগে দুই ম্যাচ জয়ের বোনাস: ৬০ লক্ষ টাকা

টুর্নামেন্টে অংশগ্রহণ ফি: ১ কোটি ৮ লক্ষ টাকা

মোট আয়: প্রায় ১১ কোটি ৪৩ লক্ষ টাকা

চ্যাম্পিয়ন্স ট্রফির এই গৌরবময় জয় টিম ইন্ডিয়ার জন্য নতুন অধ্যায় রচনা করল। এবার তাদের পরবর্তী লক্ষ্য আরও একবার বিশ্বকাপে শিরোপা ছোঁয়া, যেখানে ভারত নিজেদের আধিপত্য ধরে রাখতে চায়। ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে টিম ইন্ডিয়ার পরবর্তী অভিযানের দিকে!

পাইকগাছায় পৌরসভা বিএনপির ৫ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ
পাইকগাছায় পৌরসভা বিএনপির ৫ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় পৌরসভা ৫ নং ওয়ার্ডের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। আজ (৮ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকগাছা হাসপাতাল মোড়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভা মোঃ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ আসলাম পারভেজ।

বিশেষ অতিথি পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান,সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, মোঃ জিয়াউদ্দীন নায়েব, ডাঃ শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম তারিখ, পৌর বিএনপির নেতা গাজী মোহাম্মদ আলী, মনিরুজ্জামান মন্টু,শেখ রুহুল কুদ্দুস পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুম্তম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম সানা, জামিলুর রহমান রানা, আব্দুর রহমান জনি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সবুজ সানা,জাকির হোসেন মিন্টু, আবদুল কাদের, সেলিম মোড়ল, মোশাররফ হোসেন বাবুল, শাহাজাহান গাজী,তুষার সরদার, নূর ইসলাম,

বেলকুচিতে অ্যালকোহল খেয়ে ২ জনের মৃত্যু, আহত ১

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ
বেলকুচিতে অ্যালকোহল খেয়ে ২ জনের মৃত্যু, আহত ১

সিরাজগঞ্জের বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক জন।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন। 

মৃত্যু ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে আবুল কালাম (৪৫), দৌলতপুর মতি মাকের্ট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)। এ ঘটনায় আবু হানিফ নামের এক জন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ (এপ্রিল) মঙ্গলবার  উপজেলার কান্দাপাড়া বাজার থেকে মোজ্জাম্মমেল হক বাবুর হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে তিন জন অসুস্থ হয়ে পরেন। তার মধ্যে বুধবার দিবাগত রাতে দুজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে  মারা যায়।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, অ্যালকোহল পানে দুজনের মৃত্যুর পর হোমিও প্যাথি দোকানদার মোজ্জাম্মেল হক বাবুর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর মোজ্জাম্মেল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে জামায়াতের উপহার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৬:৫২ পূর্বাহ্ণ
যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে জামায়াতের উপহার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে জামায়াতের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। বুধবার (৭ মে) বিকালে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে এবং গঙ্গাচড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নবদম্পতির পরিবারগুলোকে উপহার হিসেবে দেওয়া হয় স্বর্ণালংকার, নগদ অর্থ, খাট, তোশক, বালিশ, কম্বল, আলমারিরসহ সাংসারিক জীবনের প্রয়োজনীয় বিভিন্ন আসবাব। এর আগে গত ২১ এপ্রিল ঢাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে দেওয়া হয়।

যৌতুকবিহীন বিয়ে করে উপহার পেয়েছেন উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মাসুদ রানা ও শারমিন আক্তার দম্পতি। মাসুদ রানা বলেন, ‘যৌতুক নেওয়া ও দেওয়া ইসলামী শরিয়ায় হারাম। এ ছাড়া বাংলাদেশের আইনেও নিষেধ। আর যৌতুক দিতে যে একটা পরিবারের কত কষ্ট হয় তা বুঝি। এর জন্য আমি আমার সাধ্য অনুযায়ী যৌতুক ছাড়া বিয়ে করেছি।’

উপহারসামগ্রী পাওয়া অন্য এক দপ্ততি বলেন, ‘আমরা দেখেছি যৌতুক নিয়ে পরিবারের অনেক ঝামেলা হয়। তাই আমাদের দুই পরিবাবের সিদ্ধান্তে আমরা যৌতুকবিহীন বিয়ে করেছি। আমাদের পরিবারের মাঝে কোনো প্রকার যৌতুক লেনদেন হয়নি। জামায়াতে ইসলামীকে ধন্যবাদ। আমাদের বিবাহত্তর সব খরচ বহন করার জন্য।’

নাহিদ হাসান নামের একজন বলেন, আমাদেরকে ঢাকায় প্লেনে নিয়ে যেয়ে একটি অভিজাত হোটেলে বিয়ে অনুষ্ঠানে করা হয়। আজ আমাদের আসবাপত্র দেওয়া হলো। জামাতে ইসলামীকে ধন্যবাদ আমাদেরকে নিয়ে এধরনের আয়োজন করার জন্য।

তিনি আরও বলেন, আর আমি আমার মুসলিম ভাইদের উদ্দেশে বলতে চাই, আপনারা বিয়ের সময় শ্বশুর পরিবারের লোকজনকে কষ্ট দিয়ে কিছু নেবেন না। এতে আল্লাহ নারাজ হন।

উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমির তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা অধ্যক্ষ রোকনমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।