খুঁজুন
সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজধানীর সরকারি বাঙলা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল। যেখানে বাঙলা কলেজ পড়ুয়া ভোলা জেলার শিক্ষার্থীরা ছাড়াও শত শত শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।

সোমবার (১৭ মার্চ) মিরপুর ১ এর “গ্রান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে” বিকেলে সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বাপ্পির সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।

মূলত দীর্ঘদিন ধরে চেষ্টা চলমান থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে সংগঠনটি চোখে পড়ার মতো তেমন কোনো কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি। তবে ভোলা জেলার কৃতি সন্তান ও সরকারি বাঙলা কলেজের মেধাবী ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন বাপ্পির উদ্যোগে তাক লাগানো এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্য, দায়িত্বশীল বৃন্দ সহ বিভিন্ন গুণীজন তাদের মতামত তুলে ধরেন। সেইসাথে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাবা ফেরদৌসী আহমেদ মিষ্টি সংগঠনের কল্যানে বেশ কিছু পরামর্শ দেন। যেখানে সংগঠনের সকল সদস্যদের একসাথে পথ চলার আহ্বান জানান মিষ্টি।

সবশেষ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সংগ্রামী আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক চমৎকার দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষায় করণীয় সহ সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির এই তুখোড় নেতা সংগঠনটি সামনের দিকে এগিয়ে নিতে সার্বিক পরামর্শ ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে সকল সাধারণ শিক্ষার্থীর কল্যানে সংগঠনের সদস্যদেরকে কাজ করার জন্য আহ্বান জানান জনাব আমিনুল হক।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা মোস্তাফা জুগলুল পাশা পাপেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ রেজওয়ান উল হোসেন রিয়াজ, যুবদল নেতা জসিম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা তৌফিকুর রহমান চৌধুরী তুহিন, ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী জনাব মীর মোশারফ অমি। এছাড়াও সাবেক ও বর্তমান বিএনপি, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শত শত শিক্ষার্থী ও সুধীজনের এই মিলনমেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরকারি বাঙলা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্য সচিব তরিকুল ইসলাম হৃদয়। আগামীতে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নানাবিধ প্রোগ্রামের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন সংগঠনটির দায়িত্বশীলবৃন্দ।

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক: জুলকার নাইন
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা.মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (১৭-মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ডা. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আর পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না।

আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।
অন্তর্বর্তী সরকারের হাতে বেশি সময় নেই জানিয়ে অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এরইমধ্যে সাত মাস পার করে এসেছি।

আমরা বলেছি, ডিসেম্বরে নির্বাচন হবে। কাজেই এর মধ্যেই আমাদের যে সামর্থ্য রয়েছে, যা যা সংস্কারের প্রয়োজন সেগুলো করতে হবে। কারো জন্য অপেক্ষায় থাকলে আমাদের কোনো লাভ হবে না। সংস্কার করতে হবে এবং সেটি প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনের সময়ে অনেক চাপ আসবে, সে সময়ে পুলিশ বাহিনীকে শক্ত থাকতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম।

গণহারে পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

নিউজ ডেস্ক: জুলকার নাইন
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
গণহারে পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। রোজ সোমবার (১৭-মার্চ) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করে নেতাকর্মীরা।

প্রথমে গণহারে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসিন সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা। পরে পদত্যাগের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন।

তিনি বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণে মনে করি আমরাও অপরাধী। এজন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি।

তিনি আরও বলেন, আমরা এই সরকারকে সমর্থন করি। ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি। ফ্যাসিস্ট সরকার থাকাকালীন উপজেলা জাতীয় পার্টি কখনো গুম-খুন ও রাহাজানির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবুও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে। সেই বিবেক থেকে আমরা উপলব্ধি করছি আমরা অপরাধী। যার কারণে জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা পদত্যাগ করছি।

করোনা টিকার ২২ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সালমান এফ রহমানের বিরুদ্ধে

নিউজ ডেস্ক: জুলকার নাইন
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
করোনা টিকার ২২ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সালমান এফ রহমানের বিরুদ্ধে

করোনা ভাইরাসের টিকা কেনার নামে ২২ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ কয়েক জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

(১৭-মার্চ) রোজ সোমবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দুদক মহাপরিচালক মোঃ আক্তার হোসেন।

তিনি বলেন, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে ৪০ হাজার কোটি টাকা। কিন্তু প্রকৃতপক্ষে খরচ হয়েছে ১৮ হাজার কোটি টাকা।

বাকি ২২ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সালমান এফ রহমান ও তার সিন্ডিকেটের সদস্যরা। এই অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক জানায়, করোনাভাইরাসের টিকাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে গড়ে উঠেছিল একটি সিন্ডিকেট।

সিন্ডিকেটে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএসআরসি) চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আহমদ কায়কাউস।

এই সিন্ডিকেটের শক্তির বলয়েই আটকে যায় বাংলাদেশি টিকা বঙ্গভ্যাক্স। তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, কোভিড-১৯ টিকা ক্রয় এবং বিতরণের ক্ষেত্রে ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু টিআইবির গবেষণা প্রতিবেদন অনুযায়ী, এই খরচ সর্বোচ্চ ১৮ হাজার কোটি টাকার বেশি হওয়ার কথা নয়।

চক্রটি তাদের পকেট ভারী করতেই মূলত বাংলাদেশ আবিষ্কৃত করোনা ভাইরাস টিকার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে প্রভাব খাটিয়ে গড়িমসি করে। সিরাম থেকে সালমান এফ রহমান আলাদা কমিশন নিয়েছেন, যা আর কোনো দেশে ঘটেনি।