খুঁজুন
বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

ঈদ কেনাকাটায় তরুণীদের পছন্দ বেইলি রোড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
ঈদ কেনাকাটায় তরুণীদের পছন্দ বেইলি রোড

রাজধানীর বেইলি রোডের শপিং মলগুলোতে চলছে জমজমাট ঈদের বেচাকেনা। সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখা হচ্ছে বিভিন্ন মার্কেট। ব্যস্ত সময় পার করছেন পোশাক বিক্রেতারা। ঈদে শোরুমগুলোতে নিত্যনতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।

সব বয়সীদের পোশাক পাওয়া গেলেও এখানে তরুণীদের ভিড় লক্ষণীয়।

এখানকার ছোট-বড় শপিং সেন্টার ও নামিদামি ব্র্যান্ডের দোকানে তরুণীদের ভিড় দেখা যায়। পরিবারের সদস্যদের জন্য পছন্দমতো জামা, জুতা, আনুষঙ্গিক জিনিসপত্র কিনছেন তারা।

সরেজমিনে বেইলি রোডের সিরাজ ক্যাপিটাল সেন্টারে গিয়ে দেখা যায়, প্রতিটি দোকানে জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। ইফতারির পরপর বাড়তে থাকে ক্রেতাদের আনাগোনা। সাধ ও সাধ্যের মধ্যে পছন্দমতো কেনাকাটা করছেন ক্রেতারা।

মেয়ে পাকিস্তানি থ্রিপিস নিয়েছে। অন্য সময় দেশি ব্র্যান্ডের পোশাক পরলেও ঈদে নেবে না। আমার পছন্দ দেশি পোশাক। তবে শপিং মলে ঘুরে দেখি দেশি পোশাকের চেয়ে বিদেশি পোশাকগুলো অনেক গর্জিয়াস। বাহারি ডিজাইনের সাথে মানও ভালো লেগেছে।
ঈদের শপিং করতে আসা বেসরকারি কর্মকর্তা কাওসার আহমেদ
বেইলি রোডের মার্কেটগুলোতে তুলনামূলক নারী ক্রেতার সংখ্যা বেশি। তারা বেশির ভাগ শাড়ি, থ্রি-পিচ ও কসমেটিক আইটেম কিনছেন। কেউ খুঁজছেন জামদানি, কেউ খুঁজছেন কাতান। বেনারসি, মসলিনসহ এরকম নানা বাহারি শাড়ির পসরা সেজেছে এখানে। প্রতিবছর ঈদ এলেই শাড়ি বেচাকেনার ধুম পড়ে যায় বেইলি রোডে। এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে ১৫ রোজার পরই জমে উঠেছে বেইলি রোডের ঈদ মার্কেট।

ক্রেতারা বলছেন, পছন্দের শাড়ি মিললেও দাম কিছুটা বেশি। মালিবাগ থেকে শাড়ি কিনতে এসেছেন রাবেয়া আক্তার। তিনি বলেন, মা-শাশুড়ি আর নিজের জন্য শাড়ি নিয়েছি। টাঙ্গাইল আর তাঁতের শাড়ির দাম কিছুটা কম হলেও জামদানি শাড়ির বরাবরের মতো দাম বেশি। কুমিল্লার খাদি তিনটা শাড়ি নিয়েছি ৬ হাজার ৫০০ টাকায়।

বেইলি রোডের টাঙ্গাইল তাঁত ঘরসহ বিভিন্ন দোকানে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার হাজার টাকার মধ্যে হাফ সিল্ক, তাঁতের শাড়ি, সিল্ক ও জর্জেটের শাড়ি পাওয়া যাচ্ছে। এছাড়াও এমব্রয়ডারি, কাটওয়ার্ক, পুঁতি ও জরির কাজ করা শাড়ি বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে ১২ হাজার টাকায়।

এ বছর ভারত থেকে খুব বেশি মাল আসেনি। তাই পাকিস্তানি ড্রেসের দাম একটু বেশি। আবার পাকিস্তানি অনেক ড্রেস দুবাই-দিল্লি হয়ে আসে। তাই দাম কিছুটা বেশি হচ্ছে। ১০ রোজার পর থেকে ক্রেতা বেড়েছে।
বেইলি রোডের এক ব্যবসায়ী
পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে পাকিস্তানি ও ভারতীয় থ্রি-পিসের সমাহার। দোকানগুলোতে হালকা সবুজ, আকাশি, ঘিয়ে, ধূসর, হালকা গোলাপি রঙের স্টিচ ও ননস্টিচ থ্রি-পিস রয়েছে। সেই সঙ্গে দেশি তাঁতে বোনা শাড়ি, জামদানি প্রিন্টের হাফ সিল্ক শাড়ি, সুতির শাড়ি রয়েছে। রয়েছে তরুণদের প্যান্ট, শার্ট ও পাঞ্জাবি।

স্ত্রী ও মেয়েকে নিয়ে ঈদের শপিং করতে এসেছেন বেসরকারি কর্মকর্তা কাওসার আহমেদ। ঢাকা মেইলকে তিনি বলেন, মেয়ে পাকিস্তানি থ্রিপিস নিয়েছে। অন্য সময় দেশি ব্র্যান্ডের পোশাক পরলেও ঈদে নেবে না। আমার পছন্দ দেশি পোশাক। তবে শপিং মলে ঘুরে দেখি দেশি পোশাকের চেয়ে বিদেশি পোশাকগুলো অনেক গর্জিয়াস। বাহারি ডিজাইনের সাথে মানও ভালো লেগেছে।

ব্যবসায়ীরা জানান, এ বছর ভারত থেকে খুব বেশি মাল আসেনি। তাই পাকিস্তানি ড্রেসের দাম একটু বেশি। আবার পাকিস্তানি অনেক ড্রেস দুবাই-দিল্লি হয়ে আসে। তাই দাম কিছুটা বেশি হচ্ছে। ১০ রোজার পর থেকে ক্রেতা বেড়েছে।

মার্কেটের দোকানিরা বলছেন, তরুণীরা কেনাকাটা শুরু করেছেন। তবে ছেলেরা এখনো খুব বেশি কেনাকাটা করছেন না। অনেকে দেখে দেখে চলে যাচ্ছেন। বেশিরভাগ পরিবার বাচ্চাদের ড্রেস কিনে দিচ্ছেন আগে। অনেকে শেষ দিকে নেওয়ার কথা ভাবছেন।

এমআর/জেবি

গুরুদাসপুর প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
গুরুদাসপুর প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নাটোরের গুরুদাসপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ এবং মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা, সেই সাথে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ধাপে এই দিবসকে স্মরণ করা হয়েছে।

প্রথম ধাপে সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তপত ধনীর মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাবা ফাহমিদা আফরোজ। এরপর উপজেলার সর্বোস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক শেষে ১ মিনিট নিরবতা পালন করে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

দ্বিতীয় পর্যায়ে এসে কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করা হয়। উপজেলা প্রশাসনের নির্বাহি কর্মকর্তা বেলুন উড়িয়ে সেই সাথে পায়রা অবমুক্ত করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব ফাহমিদা আফরোজ এবং অফিসার্স ইনচার্জ জনাব গোলাম সারোয়ার।

এ সময় গার্ডঅব অনার প্রদান করেন, পুলিশ বাহিনী, ফায়ারসার্ভিস,আনছার বাহিনী এবং ১০ টি স্কুলের স্কাউট দল। সভাপতির বক্তব্যে জনাব ফাহমিদা আফরোজ মহান স্বাধীনতা দিবসে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গঠনমূলক আলোচনা করেন।

সবশেষ বিজয়ী দের মাঝে পরুস্কার বিতরণ করেন এবং প্রতিবন্ধীদের মাঝে হুয়েল চেয়ার বিতরণ করেন।
তৃতীয় পর্যায় বীর মুক্তিযোদ্ধা গণকে ফুলদিয়ে বরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা।মুক্তিযোদ্ধাগনের মধ্যে বক্তব্য রাখেন।

আজ চীন যাচ্ছেন ড. ইউনূস, থাকবে নানা ইস্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
আজ চীন যাচ্ছেন ড. ইউনূস, থাকবে নানা ইস্যু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথম দ্বিপক্ষীয় সফরে আজ বুধবার বেইজিং যাচ্ছেন। এ সফরের অন্যতম লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা-বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। তার সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, আসতে পারে কিছু ঘোষণাও।

আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে উত্তেজনার মধ্যে প্রধান উপদেষ্টার এই সফর ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ড. ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ একটি বার্তা দিচ্ছে বলে মনে করছে ঢাকা।

প্রধান উপদেষ্টার চীন সফরের বিস্তারিত গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। তিনি জানান, চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগদান এবং বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার জন্য আজ বুধবার চীনের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল ২৭ মার্চ বোয়াও সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।

২৮ মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতা আলোচনা হবে। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। তার চীন সফরে ৫৭ জনের একটি প্রতিনিধিদল থাকছে।

প্রধান উপদেষ্টার চীন সফর, বাংলাদেশের একটি বার্তা:

চীন সফরে বাংলাদেশের চাওয়া কি? সাংবাদিক সম্মেলনে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, এ সফরে চাওয়াটা বহুমাত্রিক। চীন আমাদের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ছে। আমরা নতুন নতুন ক্ষেত্র খুঁজে চলেছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার মাধ্যমে একটা বার্তা আমরা দিচ্ছি। তবে এ বার্তা কার উদ্দেশে সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

পররাষ্ট্র সচিব জানান, এই সফরটি বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের সম্পর্ককে আরও গভীর করার এবং নতুন দিগন্ত উন্মোচনের একটি সুযোগ তৈরি করবে।

চীন সফরে চুক্তি ও ঘোষণা:

প্রধান উপদেষ্টার চীন সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে পানি সম্পর্ক উন্নয়নে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সহায়তা এবং গণমাধ্যম বিষয়ক সহযোগিতা। এছাড়া অর্থনৈতিক বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল এবং স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে সহযোগিতা নিয়ে কিছু ঘোষণা আসতে পারে।

তিস্তা প্রকল্প, সামরিক ইস্যুতে আলোচনা:

তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে কোনো সমঝোতা স্মারক সই হবে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তিনি বলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে যে বৈঠকটি হবে, সেটি শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী কথা বলবেন। তবে, আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে পানি ব্যবস্থাপনার বিষয়ে কথা বলার আগ্রহ আছে। পানি ব্যবস্থাপনার আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথা বলার সুযোগ আছে। এছাড়াও স্বাস্থ্য, রোহিঙ্গা, জিডিআই, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

সামরিক বিষয়ে আলোচনা নিয়ে পররাষ্ট্র সচিব বলেন, আমাদের দিক থেকে চীনের সঙ্গে সামরিক বিষয়ে যে আলোচনা আছে তার সাধারণ একটা আলোচনা হবে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে জসীম উদ্দিন বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘদিনের। এর মধ্যে সাত বছর অতিক্রান্ত হয়েছে। বাংলাদেশের দিক থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে সমস্যার যেন সমাধান হয়। মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় চীনও আমাদের সহায়তা করেছে। তিনি বলেন, দুই নেতার বৈঠকে মিয়ানমারের অভ্যন্তরে যে উদ্ভূত পরিস্থিতি সেটি নিয়ে চীন কী ভাবছে তা আমরা দেখতে পারি। আমাদের চিন্তা তাদের জানাতে পারি।

স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে এবং সহযোগিতা বৃদ্ধি পেয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনে বাংলাদেশি রোগীদের প্রথম ব্যাচ গেছে। আমি যতটুকু জানতে পেরেছি, তারা চিকিৎসাসেবায় সন্তুষ্ট। এছাড়া বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ে চারটি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। সচিব বলেন, আমাদের প্রত্যাশা, সামনের সময়ে এই সহযোগিতা আরও বাড়বে এবং চীন বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল করবে, যেটি বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের যে সুবর্ণজয়ন্তী, তার সঙ্গে সংগতিপূর্ণ বিষয় হবে।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক: মির্জা ফখরুল

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিবসহ নেতাকর্মীরা।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। ন্যূনতম সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে।

অন্যদিকে চব্বিশকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা একাত্তরকে ছোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে বলে অভিযোগ তাদের। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি তারাও জানান।

জাতীয় স্বাধীনতা দিবসে দেশের বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এখানেই শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, চব্বিশকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা একাত্তরকে ছোট করতে চায়। ডিসেম্বরে নির্বাচন হবে তাতেই বিশ্বাস রাখতে চায় তার দল। জাতির প্রয়োজনে সবাইকে এক হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে জানিয়ে তিনি বলেন, আগামীতে দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।