খুঁজুন
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ, ১৪৩২

সিরাজগঞ্জে “জাটকা সংরক্ষণ সপ্তাহ” উদ্বোধন

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে “জাটকা সংরক্ষণ সপ্তাহ” উদ্বোধন

“জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে”, এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে “জাটকা সংরক্ষণ সপ্তাহ” ২০২৫ উপলক্ষ্যে বেলুনফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করার পর বর্ণাঢ্য  র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে  ফেস্টুন উড়িয়ে র‍্যালি প্রদর্শন করে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে জাটকা সংরক্ষণ সপ্তাহের উপর দিকনির্দেশনা ও তাৎপর্যপূর্ণ মূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,  সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ  আনোয়ার সাদাত,  সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান।

এসময়ে  আমন্ত্রিত অতিথি হিসেবে  সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা , সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ,জেলা জাতীয়তাবাদী  মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান( বাবু), সদস্য সচিব মোঃ  নূরুল ইসলাম( নুরুল),  সিনিয়র যুগ্ম আহবায়ক আলমাছ আহম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন  ।

জানা যায় যে, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫  খ্রিঃ উদযাপন  উপলক্ষ্যে ৮ এপ্রিল হতে ১৪ এপ্রিল পর্যন্ত সিরাজগঞ্জের যমুনা নদী থেকে জাটকা ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুদ, আহরণ করা  সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এ ৭ দিনব্যাপী জাটকা রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। 

উক্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠান কর্মসূচির মধ্যে  – প্রথম দিন সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলীতে বিকেল ৩ টায়  জেলে পল্লী ও মাছঘাটে প্রামাণ্যচিত্র প্রদর্শন। তৃতীয় দিন- পাইকপাড়ায় বিকেল  আড়াই টায় জেলেদের মধ্যে হাডুডু প্রতিযোগিতা, চতুর্থদিন – সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীতে সকাল ১০ টায় -জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। পঞ্চম দিন সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর সকাল ১০ টায় জেলে পল্লীতে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ দিন- কাওয়াকোলা ইউনিয়নে সকাল ১১ টায় উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সপ্তম দিন – যমুনা নদীতে জাটকা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

মাকে অপমান করায় ম্যানচেস্টারের বাড়ি বিক্রি করে দিচ্ছেন ফোডেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
মাকে অপমান করায় ম্যানচেস্টারের বাড়ি বিক্রি করে দিচ্ছেন ফোডেন

গেল ৬ এপ্রিল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। এই ম্যানচেস্টার ডার্বিতে মাঠে খুব বেশি উত্তেজনা ছিল না, গোলশূন্য ড্র-তে ম্যাচ শেষ হয়েছিল।

উত্তেজনা না থাকলেও ওল্ড ট্রাফোর্ডের ওই ম্যাচ নিয়ে আলোচনা হয় ভিন্ন কারণে। ম্যাচ শেষে ম্যানসিটি তারকা ফিল ফোডেনের মা ক্লেয়ার রোল্যান্ডসকে স্লোগানের মাধ্যমে অপমান করেন ম্যানইউ সমর্থকরা। এ ঘটনার জেরে রাগে-ক্ষোভে ম্যানচেস্টারের বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ফোডেন।

ইংলিশ মিডফিল্ডারকে লক্ষ্য করে গ্যালারির একাংশের দর্শকরা তার মাকে ‘স্ল্যাগ’ বলে অপমান করেন। এরপর ম্যাচের ৫৮ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন ফোডেন।

ফোডেন এই বাড়িটি চার বছর আগে কিনেছিলেন এবং সেসময় থেকে মা ক্লেয়ার ও বাবা ফিল সিনিয়রের সঙ্গে এখানে থাকতেন। পরে ২৪ বছর বয়সী ফোডেন এই বাড়ি থেকে বেরিয়ে যান এবং কাছাকাছি একটি বাড়িতে তার বাগদত্তা রেবেকা কুক ও তিন সন্তানের সঙ্গে থাকতে শুরু করেন।

চেশায়ারের প্রেস্টবুরির অভিজাত এলাকায় অবস্থিত বাড়িটি ৩ মিলিয়নের বেশি মূল্যে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। প্রাসাদসদৃশ বাড়িটিতে রয়েছে বিলাসবহুল সুবিধা— সুইমিং পুল, সিনেমা রুম, জিম, ওয়াইন সেলার এবং গল্ফ সিমুলেটর।

এই বাড়িতে থাকা অবস্থায় ফোডেনের মায়ের বিরুদ্ধে আগে একবার অভিযোগ করেছিলেন প্রতিবেশীরা। সে সময় বাড়ির পিছনের বাগানে একটি প্রচণ্ড শব্দ করে পার্টি আয়োজন করেন তিনি।

আচমকা শুরু হওয়া আতশবাজির শব্দে বাচ্চা ও পোষা প্রাণীরা ভয় পেয়ে যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ফোডেনের মা কোনো পূর্বে সতর্কতা না দিয়েই এই আয়োজন করেন।

পরবর্তীতে প্রতিবেশীরা একটি খোলা চিঠিতে ফোডেন পরিবারের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন। সব মিলিয়ে পাল্টাপাল্টি অভিযোগের কারণে বাড়িটিতে দিন ভালো যাচ্ছিলো না ফোডেনের পরিবারের।

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘সলিডারিতে আজি ফ্রান্স’ (সাফ)। গতকাল রবিবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঐতিহাসিক প্লেস দে লা রিপাবলিক চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সমাবেশে গাজায় চলমান হত্যাযজ্ঞ ও আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান, পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে সংহতি জানান অংশগ্রহণকারীরা। তারা দ্রুত যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।

সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে’র পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ফরাসিসহ বিভিন্ন দেশের মানবতাবাদী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘গাজায় অব্যাহত গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের তাদের আবাসভূমি ফিরিয়ে দিতে হবে। ঘরবাড়ি পুনর্নির্মাণে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।’

তারা আরও বলেন, ‘আমেরিকাসহ বিশ্বে সাম্রাজ্যবাদী শক্তির মদদেই ইসরায়েল বারবার এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই নৃশংসতা বন্ধে মুসলিম দেশসহ সব মানবিক রাষ্ট্রকে দৃঢ় অবস্থান নিতে হবে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।’

সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ‘গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, তা দেখে একজন মানুষ হিসেবে ঘরে বসে থাকা যায় না। আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক, অন্যায়ের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াক। প্যারিসের হৃদয়ে গাজার জন্য আয়োজিত এই বিক্ষোভ ছিল মানবতার পক্ষে এক সাহসী উচ্চারণ। ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞ ও নিপীড়নের বিরুদ্ধে বৈশ্বিক জনমত গড়ে তোলার প্রয়াস হিসেবেই এই সমাবেশকে দেখা যায়।’

তিনি আরও বলেন, ‘এই কর্মসূচি প্রমাণ করে—জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আজ বিশ্ববাসী একত্রিত হচ্ছে। গাজার শান্তি ও ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি।’

ঢাকাসহ ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
ঢাকাসহ ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাতের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।