চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলেন ট্রাম্প

চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, চীনের পক্ষ থেকে বিশ্ববাজারের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
তিনি লেখেন, এক সময়, আশা করা যায় যে নিকট ভবিষ্যতেই, চীন বুঝতে পারবে যে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে প্রতারণার দিন শেষে। এটি আর মেনে নেওয়া হবে না।
ট্রাম্প তার পোস্টে জানান, ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) রয়েছে। এসব দেশ বিভিন্ন ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে আলোচনার অনুরোধ জানিয়েছে।
বুধবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি চীনের প্রেসিডেন্টের (শি জিনপিং) সঙ্গে বৈঠকের কথা ভাববেন। তিনি বলেন, আমি মনে করি, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা হবে সবচেয়ে লাভজনক বিনিয়োগ।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর নতুন করে ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন। চীনের পাল্টা শুল্কের ঘোষণায় যুক্তরাষ্ট্র আরও দুই দফায় শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ পর্যন্ত নেয়। এবার ট্রাম্প তা ১২৫ শতাংশ করার ঘোষণা দিলেন।
আপনার মতামত লিখুন