সিরাজগঞ্জে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা ও শহর বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা, শহর ও সদর উপজেলা বিএনপি’র আয়োজনে, শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সিরাজগঞ্জের পৌরভাসানী মিলনায়তনে উক্ত সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং নিজ ফরম পূরণ করেন, সাবেক মন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
এসময়ে তিনি বলেন, যারা আওয়ামীলীগের সাথে আতাত করে চলছেন তারা সাবধান হয়ে যান। সদস্য নবায়ন ফরম পূরণ করবে আগে যাচাই করে নিতে হবে যারা বিগত স্বৈরশাসক হাসিনা’র আমলে বিগত ১৬ বছরে বিএনপির যারা বহুভাবে নির্যাতন, হয়রানি জেল-জুলুমের শিকার হয়েছেন কেউ আপোষ করেনি তাঁরাই আগে বিএনপির সদস্য নবায়ন ফরম পূরণ করবে জমা দিবে। এরা হলো খাঁটি বিএনপি।
তিনি বলেন, এখন যারা আওয়ামীলীগের দোসরদের জন্য গোপনে গোপনে যোগাযোগ করে চলছেন তারা ভালো হয়ে যান। শয়তানের সাথেরকম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সাথে নয়। তিনি আরও বলেন, শীঘ্রই বিএনপি কমিটি করা হবে৷ তা হবে নির্বাচনের মাধ্যমে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য জেলা বিএনপি’র সভাপতি বেগম রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম এবং সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, মোস্তফা নোমান আলাল, আব্দুল কাদের সেখ, অমর কৃঞ্চ দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
বিএনপির এ সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে, সিরাজগঞ্জ জেলা, শহর, থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন