খুঁজুন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ, ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে।

এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বার্তায় জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বসুন্ধরা মদন মোহন সেবা সদন মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মদন মোহন সেবা সদন মন্দিরের সভাপতি বৈদ্য নাথ রায়ের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বেলকুচি উপজেলার ছাত্র প্রতিনিধি মুসা হাশেমীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব ঘটেছিলো সকল ধর্মের মানুষের সামগ্রিক প্রচেষ্টায়। সুতরাং নতুন বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রতন সাহা, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো: ইফতেখার আলম আসাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, মদন মোহন সেবা সদনের সাধারণ সম্পাদক গৌতম সাহা, সহ-সভাপতি প্রদীপ সাহা, রনজিৎ সাহা, সন্তোষ সাহা, গৌতম সাহা, অমৃত নারায়ন দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সাধারন সম্পাদক রনি কুমার মিত্র প্রমূখ।

আসছে বড় বিনিয়োগ

বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা

মোঃ মাহফুজুর রহমান, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা

বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো আজ রোববার (২০ এপ্রিল) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

বৈঠকে উভয়পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করেন এবং তা আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বাণিজ্য, স্বাস্থ্যসেবা, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত উঠে আসে। উভয় পক্ষই এ খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হন।

এর আগে সকালে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে চীন। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোভিডের সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি টীকা চায়নার থেকে কিনেছে বাংলাদেশ। ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন। এছাড়া, একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে।

বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান

ক্যান্টনমেন্ট থানায় শ্রমিক কল্যান ফেডারেশন’র আত্মকর্মসংস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
ক্যান্টনমেন্ট থানায় শ্রমিক কল্যান ফেডারেশন’র আত্মকর্মসংস্থান কর্মসূচি

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় সেলাই মেশিন ও কর্মসংস্হানের জন্য নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করেছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মো. মহিব্বুল্লাহ।

ক্যান্টনমেন্ট থানা কর্তৃক আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোগতাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক পুঁজি প্রদান অনুষ্ঠানে মাও.মহিবুল্লাহ বলেন, এদেশে অনেক ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্র সমুহ সঠিকভাবে কাজে লাগাতে পারলে অসংখ্য শ্রমিকদের চাকুরি প্রদান ও কাজে লাগানো সম্ভব। আমরা লক্ষ্য করছি এক শ্রেনী এসকল ক্ষেত্র সমুহকে চাঁদাবাজি, দখলবাজি করে মুষ্টিমেয় কিছু লোক তাদের আখের গোছানোর চেষ্টা করছে।

তিনি বলেন, কেবলমাত্র সৎ, যোগ্য লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব আসলে এসকল ক্ষেত্র শ্রমিকদের কল্যানে কাজে লাগানো যাবে, ইনশাআল্লাহ। আর সেই লক্ষ্যেই আমাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. মহিব্বুল্লাহ বলেন, মহান আল্লাহ ধনিদের সম্পদে দুস্থ মানুষের অধিকার রেখেছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। এদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কেউ অসহায় ও দরিদ্র থাকবেনা। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতে একটি কল্যানমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল মেহনতি মানুষকে শ্রমিক কল্যান ফেডারেশনের পতাকাতলে ঐক্য বদ্ধ থাকতে আহ্বান জানান তিনি।

থানা সভাপতি মোঃ নাজিবুর রহমানের সভাপতিত্বে ও থানা সহ-সভাপতি মোঃ ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সাইফুল ইসলাম, থানার সাবেক সভাপতি আব্দুর রহমান, থানার অর্থ ও প্রচার সম্পাদক সৈয়দ মোঃ মাহাবুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ কামরুল হাসান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ নাজিবুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।