সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরেক মামলায় গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা এলাকায় আল আমিন হোসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মো. আহসান হাবীব তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এদিন শুনানিকালে কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করার পর তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় আনিসুল হক চার নম্বর আসামি।
মামলার অভিযোগ বলা হয়, সরকার পতনের পর গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা।
এ সময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে এলোপাতাড়ি হামলা ও গুলির মুখে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আল আমিন হোসেন। এ ঘটনায় আল আমিনের মা বাড্ডা থানায় মামলা করেন।
আপনার মতামত লিখুন