২৪ ঘণ্টায় আরও ৯৬ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী গাজার ওপর ব্যাপক হামলা চালিয়ে ৯৬ জন ফিলিস্তিনিকে শহিদ করেছে এবং ২৭৭ জনকে আহত করেছে।
সোমবার (২৮ অক্টোবর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় মোট ৪৩,০২০ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন ১,০১,১১০ জনের বেশি মানুষ।
ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ওপর হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।
সেই সঙ্গে ইসরাইল গাজার ওপর পূর্ণ অবরোধ আরোপ করেছে, যা গাজায় বিদ্যুৎ, পানি, খাদ্য ও জ্বালানির সরবরাহ বন্ধ করে দিয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর চালানো হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু হওয়া এই সংঘাতে প্রায় গোটা গাজা উপত্যকার জনগণ বাস্তুচ্যুত হয়েছে।
ইসরাইলকে গাজায় পরিচালিত এই কর্মের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলার মুখোমুখি করা হয়েছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি।
আপনার মতামত লিখুন