খুঁজুন
বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

বিএনসিসিতে বড় নিয়োগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ
বিএনসিসিতে বড় নিয়োগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই অধিদপ্তরে সাত ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ৯৯ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সুপারিনটেনডেন্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সরকারি অথবা আধা সরকারি অফিসে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

২. পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: ৪৫

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২২

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪. পদের নাম: মালি

পদসংখ্যা: ৬

যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১৯

যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনী অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহিরা (সৈনিক/ কনস্টেবল) অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৬. পদের নাম: ইউএসএল (আনস্কিল্ড লেবার)

পদসংখ্যা: ১

যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই সাইকেল চালানো জানতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ৫

যোগ্যতা: অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা বা ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা; ২ নম্বর পদের জন্য ২০০ টাকা ও সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৩ থেকে ৭ নম্বর পদের জন্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৪ থেকে ১৮ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

আন্তর্জাতিক স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের স্কুলশিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
আন্তর্জাতিক স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের স্কুলশিক্ষার্থীরা

সম্প্রতি আন্তর্জাতিকভাবে সমাদৃত এনএসএস জেরার্ড কে. ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার নয় সদস্যের একটি দল। এই প্রতিযোগিতায় লার্জ গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে এই দলটি। গ্লেনরিচের শিক্ষার্থীরা ‘চিরন্তন আশ্রয়’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করে। গ্লেনরিচ উত্তরা টানা তিন বছর এই পুরষ্কার অর্জন করার গৌরব অর্জন করলো।

এছাড়া, আরেকটি দল তাদের ‘এক্সসার্টা’ প্রকল্পের জন্য স্মল গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে দ্বিতীয় পুরষ্কার এবং গ্লেনরিচের তৃতীয় দলটি ‘অ্যাটলাস’ শীর্ষক প্রকল্পের জন্য লার্জ গ্রুপ (গ্রেড ১১) ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ হওয়ার গৌরব অর্জন করেছে।

ন্যাশনাল স্পেস সোসাইটি (মার্কিন যুক্তরাষ্ট্র) দ্বারা আয়োজিত এনএসএস জেরার্ড কে. ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতা একটি আন্তর্জাতিক আয়োজন, যেখানে শিক্ষার্থীরা মহাকাশে মানব সৃষ্ট বসতি কেমন হবে সে সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ডিজাইন করে থাকে। এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং মহাকাশ অন্বেষণের আগ্রহকে উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়।

এ বছর রোমানিয়া, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রায় ২৫টি দেশের ২৬ হাজারেও বেশি শিক্ষার্থী ৪,৯০০টিরও বেশি এন্ট্রিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে গ্লেনরিচ উত্তরার একটি দল তাদের ‘চিরন্তন আশ্রয়’ প্রকল্প প্রতিযোগিতার জন্য জমা দেয়। এই প্রকল্পটি লার্জ গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে।

বিজয়ী দলে সদস্য হিসেবে ছিলেন — অদ্বৈত ভাস্কর, আহমাদ আবদুল্লাহ, আয়শা আফসারা ইয়াসমিন, সিয়াম আহমেদ, ইব্রাহিম আমিন, মুহায়ের মনযুর, আহনাফ তাহমিদ আরিয়ান, সাফওয়ান চৌধুরী ও কাজী আফসান রওনাক আনান।

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার প্রিন্সিপাল ড. অম্লান কে সাহা বলেন, “এই অর্জন গ্লেনরিচ স্কুলের সকলের জন্য গর্বের বিষয়। বিজয়ী দল এই প্রকল্পটি বাস্তবে রূপ দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে নিরলস কাজ করেছে। জলবায়ু পরিবর্তনের মতো বিদ্যমান সংকটগুলো মোকাবিলা করার সম্ভাবনা রয়েছে এমন একটি বিষয়ে শিক্ষার্থীরা গভীরভাবে অনুসন্ধান করেছে; শিক্ষার্থীদের এই প্রচেষ্টা প্রশংসনীয়। ভবিষ্যতেও আমরা গ্লেনরিচের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদী।”

বিজয়ী দলের অন্যতম সদস্য আহমেদ আবদুল্লাহ বলেন, “এই প্রকল্পটি জমা দেওয়ার জন্য আমরা প্রায় ৫৫ দিন ধরে কঠোর পরিশ্রম করেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের কঠোর পরিশ্রম বিফলে যায়নি। এই সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে আমরা মানব সৃষ্ট বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে এবং মানুষের জন্য একটি টেকসই বিকল্প তৈরি করতে চাই।”

‘চিরন্তন আশ্রয়’ প্রকল্পটি মানবজাতির জন্য বামন গ্রহ সেরেসে প্রথম স্বনির্ভর মহাকাশ বসতির ধারণার ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং মহাজাগতিক বিপদের প্রভাব এড়াতে সাহায্য করবে। এই বসতিতে এক লক্ষ মানুষের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব। এই পরিকল্পনায় মোবিয়াস স্ট্রিপ অনুপ্রাণিত সৌর প্যানেল দ্বারা পরিচালিত টেকসই জীবনযাত্রার ধারণা দেওয়া হয়েছে।

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, গত রাত দুটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় নোবেলকে গ্রেপ্তার করা হয়। ইডেন কলেজের এক ছাত্রীকে তার বাসায় সাত মাস আটকে নির্যাতনের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, সংগীতশিল্পী নোবেল তার বাসায় ওই নারী শিক্ষার্থীকে সাত মাস আটক রেখে নির্যাতন করে আসছিল। মেয়েটিকে উদ্ধারের পর তার জবানবন্দি থেকে এইসব তথ্য জানায়।

পরে তার মামলায় সংগীত শিল্পী নোবেলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে নির্যাতিত ওই নারী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে চিকিৎসাধীন । আর আসামি নোবেলকে আদালতে পাঠানো হয়েছে।

“বিশ্ববাসী আমেরিকায় স্বাগত”

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
“বিশ্ববাসী আমেরিকায় স্বাগত”

আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ, এরপর ২০২৬ সালে বসবে সবচেয়ে বড় ফুটবল আসর—বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্ট নিয়ে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে যে উদ্বেগ ছিল, তা দূর করতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সাফ জানিয়ে দিয়েছেন, “বিশ্ববাসী আমেরিকায় স্বাগত।”

এই বক্তব্য দেন ফিফা কংগ্রেসে, যেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, যাতে বিদেশি দর্শকদের যাতায়াত, নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত বিষয়গুলো সহজ হয়।

“আমরা সম্প্রতি হোয়াইট হাউসের টাস্কফোর্সের সঙ্গে একটি সভা করেছি ফিফা বিশ্বকাপ নিয়ে। সেখানে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট করেছে—বিশ্ববাসী আমেরিকায় স্বাগত। খেলোয়াড়, কর্মকর্তা, এবং অবশ্যই ফুটবলপ্রেমী—সবাই,” বলেন ইনফান্তিনো।

তবে এই মন্তব্য এসেছে এক ধরনের চাপের মুখে। ফিফা কংগ্রেসে প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ আন্তর্জাতিক ভক্তদের জন্য সহজ হবে?

ইনফান্তিনো দাবি করেন, “এটি শুধু আমার কথা নয়, এটি মার্কিন সরকারের পক্ষ থেকে এসেছে। যারা ফুটবল উদ্‌যাপন করতে আসবে, তারা সবাই স্বাগত। কিন্তু যারা ঝামেলা করতে আসবে, তারা কোনো দেশেই স্বাগত নয়। ”

এই বছরের শুরুতেও ইনফান্তিনো একই ধরনের মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা ছাড়া এত বড় টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। নিরাপত্তা, পরিবহন, ও দর্শকদের অবাধ চলাফেরার নিশ্চয়তা দিতেই এই সমন্বয় প্রয়োজন।

তবে সব কিছু নিয়ে সবার আশ্বস্ত হওয়া যাচ্ছে না। হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি ফিফাকে আহ্বান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র সরকার নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা না দিতে পারে, তবে বিকল্প ভেন্যু বিবেচনায় রাখা উচিত।

এদিকে ফিফার হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শক অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যেখানে প্রায় ৩.৭ মিলিয়ন দর্শক ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ছাড়াও এই দুই টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করা হবে কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে।