বিক্ষুব্ধ জনতার মাঝে উস্কানিমূলক বক্তব্য
হাসিনা আবার ফিরবেন বলে জয় বাংলা স্লোগান, একজনকে গণপিটুনি
ছাত্র জনতার আন্দোলনে লেজ গুটিয়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা। অথচ আবেগী বাঙালি আওয়ামী লীগের কিছু অংশ আবারো স্বপ্ন দেখছে, শেখ ফিরে আসবে। ‘জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবার ফিরে আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তানে আওয়ামী লীগের লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। মূলত বিক্ষুব্ধ জনতার মাঝে উস্কানিমূলক স্লোগান দেয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশের সদস্যরা ওই ব্যক্তিকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিজেদের কাছে রেখেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, শেখ হাসিনা চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। এরপরই তিনি জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এছাড়াও তিনি নানাভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন, যা সবাইকে রাগান্বিত করে। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন।
সেখানে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও নানামুখী ষড়যন্ত্র করছে। কেউ এসে নিজেকে ছাত্রলীগ বা আওয়ামী লীগ বললেই মারার আগে যাচাই-বাছাই করা উচিত। কারণ যারা প্রকৃত আওয়ামী লীগ, তারা গোপনে ষড়যন্ত্র করে মাঠে নিরীহ লোকদের পাঠাচ্ছেন। যাতে করে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করলে পরিবেশ বিগড়ে যায়। এটা মূলত স্বৈরাচারী শেখ হাসিনার বদমায়েশি কুবুদ্ধি।
একজন বিক্ষুব্ধ আন্দোলনকারী বলেন, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার আবেগী চামচাদের রেখে গেছে। এরাই দেশের পরিবেশ অস্থিতিশীল করছে। আমরা চাই না কোনো মব জাস্টিস হোক। ফ্যাসিবাদীরা চাচ্ছে, নিরীহ লোকদের পাঠিয়ে গণপিটুনি খাওয়াতে। এতে তারা সুযোগ নেবে। কিন্তু আমরা সজাগ থাকবো। আওয়ামী দোসরদের কোনো সুযোগ আমরা দেবো না।
আপনার মতামত লিখুন