বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সেন ভাঙ্গাবাড়ী বাজার জামে মসজিদের ত্রিতল ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে উক্ত নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম।
উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন বেলকুচি উপজেলা তাবলীগ জামাতের আমীর মুফতি মাওলানা রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সেন ভাঙ্গাবাড়ী কবরস্থান সংলগ্ন মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন, সেন ভাঙ্গাবাড়ী বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা লিয়াকত আলী, বাজার জামে মসজিদের খতিব মাওলানা আল-আমিন।
বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম, ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু, বাজার মসজিদের ইমাম মাওলানা আল- আমিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রামাণিক, সাবেক স্বাস্থ্য পরিদর্শক নুর কুতুব উল আলম কাউছার, আলহাজ্ব আশরাফুল আলম সরকার।
আলহাজ্ব আব্দুর রশিদ মাষ্টার, আলহাজ্ব আব্দুল লতিফ সরকার, আলহাজ্ব বাবুল রেজা তালুকদার, আলহাজ্ব রফিকুল ইসলাম শেখ, আলহাজ্ব আব্দুল করিম শেখ, সমাজ সেবক খোকন তালুকদার, আবুল ফজল শেখ, মিজানুর রহমান প্রামাণিক, নজরুল ইসলাম সরকার, নজরুল ইসলাম শেখ, লাবু শেখ, আসলাম সরকার,
আপনার মতামত লিখুন