পুলিশ কনস্টেবল নিয়োগে জালিয়াতি, গ্রেফতার ৬
টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
এ-সময় পুলিশ চক্রটির জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের ৯ টি স্বাক্ষরিত ফাঁকা চেক, ৬০টি নকল প্রবেশ পত্র, ৭০টি স্বাক্ষরিত ফাঁকা রাজস্ব স্টাম্প ও একটি সিপিইউসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ধনবাড়ির শ্রীহরিপুর গ্রামের ছবুর উদ্দিনের ছেলে এস এম আয়াত, সদর উপজেলার বাগবাড়ীর গ্রামের জাফর আলীর ছেলে মো জিহাদ, রংপুরের পীরগঞ্জ উপজেলার গন্ধবপুর গ্রামের আবু ব্ক্করের ছেলে মেহেদী হাসান, দোড়াকান্দর গ্রামের দ্বীপক চন্দ্রের ছেলে হিমান্ত চন্দ্র রায় আপন ও বড়আমবাড়ী গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে তুহিন মিয়া।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাড়ে বারোটায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু সংবাদ সম্মেলনে বলেন, আসামিদের টাঙ্গাইল সদর ও রংপুরের কোতায়ালী থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায়সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেশের বিভিন্ন জেলায় চক্রবদ্ধভাবে জালিয়াতির সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করার লক্ষে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, আসামীদের হেফাজতে থাকা ৭টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার পিসি, ১টি হিসাবের ডাইরী, ১টি স্ট্যাম্প প্যাড ও সিলসহ ২টি ব্যাগ এবং ৩টি কভার ফাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।’
আপনার মতামত লিখুন