খুঁজুন
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ, ১৪৩১

‘নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দিনক্ষণ ঘোষণা করুন’

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ণ
‘নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দিনক্ষণ ঘোষণা করুন’

নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।

মহান বিজয় দিবস উলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে খুলনায় বিএনপি আয়োজিত র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সরকারের উপদেষ্টাদের কারো কারো দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার খায়েস হয়েছে অভিযোগ করে তিনি বলেন, যাদেরকে হাসিনার রোগে পেয়েছে তাদেরকে বলি, শেখ হাসিনার পালানোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সমাজ দেশ সংস্কারের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে।

বিএনপির কেন্দ্র ঘোষিত বিজয় দিবসে দেশব্যাপী পালিত কর্মসূচি ‘সবার আগে বাংলাদেশ’ উৎসবের অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি এর আয়োজন করে।

দুপুর ২টায় নগরীর শিববাড়ি মোড় জিয়া হল চত্বরে নির্মিত সুবিশাল ও বর্ণাঢ্য সাজে সজ্জিত মঞ্চ থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র‌্যালির সূচনা করা হয়।

রাজনীতিকরা সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র করছে ছাত্র নেতাদের এমন অভিযোগের কঠোর সমালোচনা করেন গয়েশ্বর রায় বলেন, ষড়যন্ত্র আমরা করছি না। ষড়যন্ত্র করছেন যিনি দিল্লিতে পালিয়ে গেছেন তিনি। ভারতকে সতর্ক করে তিনি বলেন, ১৬ বছর ছোট দেশ মনে করে খবরদারি করেছেন, দাদাগিরি করেছেন। এখন থেকে সম্পর্ক হবে সমানে সমানে। ৯ লাখ ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে তাদের দেশে টাকা পাঠায়। আগামীকাল তাদেরকে বর্ডার পার করে দিলে কি করবেন?

সংবিধানে বিদ্যমান অসামাঞ্জস্য ও গণবিরোধী আইনগুলো নির্বাচিত সরকার ও সংসদ ছ্ড়া সংস্কার বা পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, সংস্কারের জন্য বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

বক্তব্য রাখেন সাবেক এমপি শেখ মুজিবর রহমান, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব আবু হোসেন বাবু, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।

এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শিববাড়ি মোড় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর রয়্যাল মোড়ে এসে শেষ হয়।