খুঁজুন
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ, ১৪৩১

মুম্বাইয়ে ১৭ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ
মুম্বাইয়ে ১৭ বাংলাদেশি আটক

ভারতে অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে।

অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানটি চালানো হয়। মুম্বাই, নবি মুম্বাই, থানে এবং নাসিকে অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা আটক করা হয়। পুলিশ বলেছে তারা অবৈধভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন।

ভুয়া ডকুমেন্ট যেমন আধার এবং প্যান কার্ড ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র তৈরি করে দেশটিতে বসবাস করতে সক্ষম হয়েছিল। খবর ইন্ডিয়া টুডে

আটককৃতদের বিরুদ্ধে বিদেশি আইন, ১৯৪৬; পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন, ১৯৫০; এবং পাসপোর্ট আইন, ১৯৬৭-এর অধীনে অন্তত ১০টি মামলা করা হয়েছে।

কদিন আগেই অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার নির্মাণ করবে বলে জানিয়ে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ওই সময় মাদক পাচারের অধিকাংশ ঘটনায় অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিক এবং অবৈধ প্রবেশের ঘটনায় বাংলাদেশিরা জড়িত বলে অভিযোগ করেছিলেন।

পাইকগাছায় শামছুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ
পাইকগাছায় শামছুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

————————————————————–
আজ (২৭ ডিসেম্বর ) খুলনার পাইকগাছায় শামসুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সকাল ৮ টায় স্থানীয় ভোলানাথ সুখুদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক ও শামছুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মেজর মেসবাহুল ইসলাম ( অবঃ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মুজাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুর রহমান ফাউন্ডেশন এর সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন,মাওঃ গোলাম সরোয়ার, মাওঃ আমিনুল ইসলাম, মোঃ হাবিবুল্ল্যাহ বাহার,মোঃ খোরশেদুজ্জামান (প্যানেল চেয়ারম্যান), মাওঃ আব্দুল মুত্তালিব মিয়া, মোঃ আলতাফ হোসেন,
মোঃ আব্দুল্লাল মামুন, আবুল কাশেম হাজরা, মোঃ হাসানুজ্জামান, মোঃ অহেদুল ইসলাম ও মোঃ রেজাউল ইসলাম বাদশা।
যে সকল ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন-মরহুম শামছুর রহমান সাহেবের পুত্রবধূ বিশিষ্ট হরমোন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ হুরজাহান বানু উর্মি,সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
অন্যান্য ডাক্তারদের মধ্যে ছিলেন – ডাঃ সঞ্জয় কুমার মন্ডল(এমবিবিএস) , ডাঃ শাহরিয়ার মাহফুজ পিয়াস(এমবিবিএস) , ডাঃ মুনমুন রহমান(এমবিবিএস) , ডাঃ রাখি সরকার পূজা(এমবিবিএস)।
ঔষধ বিতরণ ও সার্বিক সহযোগিতায় ছিলেন – মোঃ রাশেদুল হাসান (ফার্মাসিস্ট), মোঃ আব্দুল খালেক (পল্লী চিকিৎসক), মোঃ মুজিবর রহমান (পল্লী চিকিৎসক) , মোঃ শাহাদাত হোসেন (স্কয়ার কোম্পানি) , মোঃ ফয়সাল সরদার,মোঃ আল-আমিন, সবুজ ও তানজিম।

নরসিংদীর শিবপুরে ভারতীয় ভেজাল মবিল কারখানা জব্দ, মালিক গ্রেফতার

মোঃ আলম মৃধা, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ
নরসিংদীর শিবপুরে ভারতীয় ভেজাল মবিল কারখানা জব্দ, মালিক গ্রেফতার

শিবপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে নরসিংদী ডিবি অভিযান পরিচালনা করে ভারতীয় ভেজাল বাজাজ মবিল প্রস্তুতকারী কারখানা জব্দ করে এবং কারখানার মালিককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গতকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত দশটা থেকে অভিযান পরিচালনা শুরু হয়। সাড়ে বারটার দিকে কারখানা জব্দ করে কারখানার মালিক জিয়াবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সরজমিনে গিয়ে জানা যায়, এই অবৈধ ভারতীয় মবিল বাজাজ কারখানার মালিক জিয়াবুর রহমান (৩৮) , চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালামিয়া পাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে। শিবপুরের কামারগাঁও কান্দাপাড়া এলাকার মোরগ ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে প্রায় ০২ বছর যাবৎ ব্যবসা করে আসছিলো।

আরো জানা যায়, সে নরসিংদীর আশেপাশের বিভিন্ন জায়গায় অবৈধ নকল ভারতীয় বাজাজ মবিলের ডিলারও নিয়োগ দিয়েছে। দুটি রুম ভাড়া নিয়ে সে এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিল।

এ সময় তার কাছে মবিল প্রস্তুত করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এখান থেকে উদ্ধারকৃত মবিলের মালামাল ও প্রস্তুতকৃত মেশিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮-১০ লাখ টাকা। মবিলে লাল রং মিশিয়ে সেটাকে কালার করে বাজারজাত করতো এই অবৈধ কারখানার মালিক।

এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সুশীল সমাজের ব্যক্তিরা ও নরসিংদীর সচেতন মানুষ।

গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ২:০৫ অপরাহ্ণ
গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০

ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দপ্তরের বিপরীতে একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তিনজন চিকিৎসা কর্মী রয়েছেন।

হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি বিমান হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আমাদের তিনজন মেডিকেল স্টাফসহ প্রায় ৫০ জন শহীদ হয়েছেন।

আবু সাফিয়া আরও বলেন, চিকিৎসা কর্মী ও অন্যান্য কর্মীরা তাদের পরিবারের স্বজনদের নিয়ে ওই ভবনে অবস্থান করছিলেন। নিহতদের মধ্যে আহমেদ সামুর একজন শিশুরোগ বিশেষজ্ঞ, ইসরা একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফারেস হাসপাতালের একজন রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৯৯ জনে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় গণহত্যা শুরু হয়।

এদিকে গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।