সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত « বিডিনিউজ৯৯৯ডটকম

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ২৬ মে, ২০২৪ | ৯:৩০
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ২৬ মে, ২০২৪ | ৯:৩০
Link Copied!

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তি মূলক শিক্ষা বিষয়ে উপজেলা শিক্ষাকর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ও এফসিডিও সহযোগিতায় রবিবার (২৬ মে-২০২৪) সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ কুটুমবাড়ী কটেজ সেমিনার কক্ষে দুপুরে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা।

তিনি বলেন, অর্ন্তভূক্তি শিক্ষা বাস্তবায়নে সংবেদনশীলতা বৃদ্ধি ও সচেতনতা নিশ্চিত করে স্কুল বর্হিভূত ও ঝড়েপড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

অন্তর্ভুক্তমূলক শিক্ষা বাস্তবায়নে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ভূমিকা অনস্বীকার্য তাই প্রকল্প বাস্তবায়নে বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে অন্তভূক্তি শিক্ষা বাস্তবায়নের সরকারি কর্মকর্তাগণ এবং বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে কিভাবে ভূমিকা রাখতে তা নিয়ে আলোচনা করতে হবে।

সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছাঃ দিলরুবা, শামীমা সুলতানা, আফরোজ জাহান, অরুণ কুমার দেবনাথ, এস.এম. আব্দুল মোমিন, মোঃ আক্কাছ আলী, আবিদা সুলতানা, মোঃ শাহা আলম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মোস্তাক আহমেদ।

এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিরাজগঞ্জের প্রজেক্ট কো-অর্ডিনেটর লিটন বারুরীর সার্বিক ব্যবস্থাপনায় এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিরাজগঞ্জের কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন খানের পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্যে রাখেন, ওপিডি আলোর প্রদীপ এর সভাপতি মোঃ আল- আমিন শেখ, ওপিডি সফল সভাপতি মোসাঃসম্পা খাতুন।

বিজ্ঞাপন

এসময়ে অনুষ্ঠানে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিরাজগঞ্জের ফিল্ড ফিকশন শামীমা জাহান, পলাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:

সর্বশেষ: