ঢামেক মেডিকেলের সামনে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের লাশ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন ভবনের সামনে থেকে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার(২০ জানুঃ)দুপুর ১২:৩০ এর দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃফারুক হোসেন বলেন,
আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের সামনের রাস্তায় অচেতন অবস্থায় পরে থাকতে দেখি।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন,
আমরা স্থানীয় জনগণের কাছ থেকে জানতে পারি নিহত বৃদ্ধ ভবঘুরেপ্রকৃতি ওই এলাকাতেই থাকতো, আমাদের ধারণা অসুস্থ তা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি, এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা CID-সিআইডিকে খবর দিয়েছি।এছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেন তিনি।
আপনার মতামত লিখুন