স্বামীর উপর অভিমান অতঃপর গলাইফাঁস দিয়ে মৃত্য
রাজধানীর ডেমরা থানা শুকুরশী এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমানে মোছাঃ জান্নাতি (১৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
সোমবার(২০ জানুঃ)সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা রাত ৭:৩০ এর দিকে মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতের শশুর মোঃ কামাল বলেন,
আমার ছেলে নাজমুল গত পাঁচ মাস আগে জান্নাতিকে প্রেম করে বিয়ে করেন।আজকে সিম্পল বিষয় নিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়।পরে আমার ছেলে বাসা থেকে তার দোকানে চলে যায় ও আমিও বাসা থেকে বের হই।পরে জানতে পারি আমার ছেলে কম্পিউটার ছেড়ে রেখে বাহিরে যায় ও পরে আমার বৌমা কম্পিউটারটা বন্ধ করে দিলে এই নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে বৌমা ছেলের উপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে পড়ে।পরে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত করে।
তিনি আরো বলেন,
জান্নাতির গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানা এলাকার বাঁচার আকন্দের মেয়ে। বর্তমানে ডেমরার শুকুরশী এলাকায় স্বামী নাজমিনের সঙ্গে থাকতো।আমার ছেলে পেশায় মোবাইল সার্ভিসিং এর কাজ করে ও ও আমি নির্মাণ শ্রমিকের কাজ করি।
ডেমরা থানার উপ-পরিদর্শক(এসআই)মোঃ সোহেল বলেন,
আমরা খবর পেয়ে ডেমরা থানার শুকরশী মোবারক হোসেনের ভাড়া বাসা থেকে জান্নাত নামে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করি।পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলে,
আমরা জানতে পারি স্বামী স্ত্রীর কোলের জেরে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে।ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন