হঠাৎ বাঙলা কলেজের সামনে গাড়িতে আগুন
রাজধানীর সরকারি বাঙলা কলেজের সামনে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত ৮ টার দিকে সরকারি বাঙলা কলেজ, মিরপুর ১ এর সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেট্রো-গ১১-৭৩৯৮ মাইক্রোবাসটির ইঞ্জিনে ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। এসময় ফায়ার সার্ভিস আসার আগ মুহুর্ত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে পাশেই থাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জনাব আরিফ জানান “আমরা ওয়াসার ভিতরেই অবস্থান করছিলাম। বাহিরে আওয়াজ শুনে বের হলে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় আমি সহ কয়েকজন গাড়ি নিয়ে ঘটনা স্থলে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু ব্যার্থ হই পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
ঘটনাস্থলে উপস্থিত আরেকজন শিক্ষার্থী জাহিদ হাসান জানান “আমরা ক্যাম্পাসের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। এসময় পিছনে ফিরে দেখি আগুন জ্বলছে পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কিছু না পেয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করি। তখন আমাদের কলেজের সাথের ওয়াসা থেকে একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে দেন।”
এসময় দায়িত্বরত মিরপুর জোনের সার্জেন্ট জাফর হোসেনকে ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি দায়িত্ব পালন করছি এসময় দেখি ওভার ব্রিজের সামনে একটি মাইক্রোবাসে আগুন জ্বালছে। তখন আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে কল দেই।”
আগুন লাগার ঘটনা পরিকল্পিত কি না জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এটা আমি বলতে পারবো না তদন্ত হলেই বলা যাবে। গাড়িতে যাত্রী ছিল না, চালক বেরিয়ে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। চালক নিখোঁজ বলে ধারনা করা হচ্ছে।”
এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ ও বাঙলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা যানজট নিয়ন্ত্রণে আনে।
আপনার মতামত লিখুন