খুঁজুন
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ, ১৪৩১

ভারত থেকে এলো আরও ১০০ টন চাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
ভারত থেকে এলো আরও ১০০ টন চাল

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল। চাল আমদানি করেছে শেখ ট্রেডার্স নামের একটি আমদানিককারক প্রতিষ্ঠান। আজ সোমবার দুপুরে স্থলবন্দরের ইয়ার্ডে চালগুলো আনলোড করা হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ইয়ার্ডে চারটি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ২৫ মেট্রিক টন করে চারটি ট্রাক বন্দরের ইয়ার্ডে প্রবেশ করে। এর আগে, চলতি বছরের ১২ জানুয়ারি এবং ২০২৩ সালের ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর পৃথক দফায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আতপ চাল আমদানি হয়েছিল।

তিনি আরও জানান, বাংলাবান্ধা স্থলবন্দর মূলত ৯৫ শতাংশ পাথর আমদানির ওপর নির্ভরশীল হলেও বর্তমানে চালসহ অন্যান্য খাদ্যপণ্যও নিয়মিত আমদানি হচ্ছে। শেখ ট্রেডার্সসহ আরও কিছু প্রতিষ্ঠান এসব চাল আমদানি করছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারি কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, আবারও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল এসেছে। বন্দরে আসার পর এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এভাবে নিয়মিত চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী পণ্য আমদানি করা হলে তাহলে আমাদের দেশে ভোগ্যপণ্য জিনিসপত্রের দাম কমবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে বাংলাবান্ধা স্থলবন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে চাল আমদানি হচ্ছে। এ পোর্ট দিয়ে যাতে আরও কিছু আমদানি করা যায় সে বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি ও উদ্বুদ্ধ করছি।

দুমকিতে জনতার হাতে সরকারি চাল জব্দ

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
দুমকিতে জনতার হাতে সরকারি চাল জব্দ

পটুয়াখালীর, দুমকিতে ওএমএস’র সরকারি ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০ঘটিকার সময়,লেবুখালী পাগলার মোড় এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়, স্থানীয় জনতা চালগুলো আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ চাল জব্দ করে এবং ডিলারের গুদাম সিলগালা করে দেয়।

দুমকি উপজেলার ২ নং লেবুখালী ইউনিয়নের খোলা বাজারে (ওএমএস) হতদরিদ্রেদের বিক্রয়ের জন্য নির্ধারিত ডিলার খলিল সিকদার হতদরিদ্রদের কাছে এসব চাল বিক্রি না করে গোপনে বেশি মূল্যে বিক্রির জন্য গুদাম থেকে স্থানীয় মালেক শিকদারের দোকানের সামনে চাল পাঠিয়ে দেয়। এ সময় স্থানীয় জনতা চাল আটক করে প্রশাসনকে খবর দেয়।

ডিলার খলিল সিকদার বলেন এসব চাল আমার নয়। আমি এর সাথে কোন রকম জড়িত নই।

উপজেলা নির্বাহী অফিসার মো.শাহীন মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থানে উপস্থিত হয়ে ১১ বস্তা চাল জব্দ করে ডিলারের গুদাম সিলগালা করে দেন।

দুমকি থানার অফিসার ইন চার্জ ওসি জাকির হোসেন বলেন ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে মামলা নম্বর-৩।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জোড়া চোটে বিপাকে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জোড়া চোটে বিপাকে অস্ট্রেলিয়া

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি যত এগিয়ে আসছে, অস্ট্রেলিয়ার বিপদ যেন ততোই বাড়ছে। অবস্থা এমন যে, ঘোষিত ১৫ জনের স্কোয়াড ঠিকঠাক রাখতে পারছে না তারা।

ইনজুরিতে অলরাউন্ডার মিচেল মার্শের ছিটকে যাওয়ার ঘটনা পুরনো হওয়ার আগেই অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউডের ব্যাপারে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ফলে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যাবে অজিরা। দলের অধিনায়ক হিসেবেও নতুন কাউকে দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আজ ‘এসইএন’ রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে দলের ইনজুরি পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘কামিন্স বোলিং করতে পারছে না, ফলে তার না খেলার সম্ভাবনাই বেশি। ফলে আমাদের এখন নতুন অধিনায়ক প্রয়োজন। স্টিভ স্মিথ ও ট্রাভিস কথা হয়েছে। তাদের দুজনকেই নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে।’

তবে জশ হ্যাজলউডের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি অজি কোচ। এখনো ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন ডানহাতি পেসার। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় পাচ্ছে দলগুলো। কামিন্স ও হ্যাজলউড যদি মার্শের মতোই ছিটকে যান, তাহলে স্কোয়াডে তিনটি পরিবর্তন আনতে হবে অস্ট্রেলিয়াকে। অজি কিংবদন্তি রিকি পন্টিং কিছুদিন আগে ‘দ্য আইসিসি রিভিও’ অনুষ্ঠানে মার্শের জায়গায় অভিষেকের অপেক্ষায় থাকা মিচ ওয়েনের নাম বলেছিলেন। আর বাকি দুই জায়গার জন্য শন অ্যাবট এবং স্পেন্সার জনসনের নাম শোনা যাচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘বি’-তে পড়েছে অস্ট্রেলিয়া। যেখানে তাদের সঙ্গে আছে আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা (এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাকি)।

৯৮ টাকা দরে ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
৯৮ টাকা দরে ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৭ কোটি ৯২ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯৭ টাকা ৯২ পয়সা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপ্রস্তাব জমা পড়ে। তিনটি দরপ্রস্তাবই কারিগরিভাবে ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান নাবিল নবা ফুডস লিমিটেড এই ডাল সরবরাহ করবে। ৫০ কেজির বস্তায় প্রতি কেজি ৯৭ টাকা ৯২ পয়সা হিসেবে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ে ব্যয় হবে ৯৭ কোটি ৯২ লাখ টাকা।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৮ হাজার টন। এ পর্যন্ত ক্রয় চুক্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৯৫০ টন। এখন আরও ১০ হাজার টন কেনার অনুমোদন মিলল।