খুঁজুন
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১

সিরাজগঞ্জে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন  ২০২৫ এ  সিরাজগঞ্জ জেলার ১৫টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ ২ হাজার ১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫২ হাজার ৪৪৫ জন (৬-১১ মাস বয়সী) শিশুরা একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং প্রায় ৪ লাখ ২২ হাজার ৪৪২ জন (১২-৫৯ মাস বয়সী) শিশু মোট লাখ ৭৪ হাজার ৪৪২ জন শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা হেলথ কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত জেলা সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকরতা মোঃ মনোয়ার হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডা. আকিকুন নাহার,সদর ইউএইচএন্ডএফপিও ডা.শারমিন খন্দকার মুন,সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. মোঃ রিয়াজুল ইসলাম ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুল মোতালেব খান।

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও  শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

সিংড়ায় ব্যবসায়ী সংগঠনের ইফতার মাহফিল

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ণ
সিংড়ায় ব্যবসায়ী সংগঠনের ইফতার মাহফিল

ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নাটোরের সিংড়া পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. আতিকুর রহমান রাসেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা প্রফেসর সাইদুর রহমান। 

সংগঠনের সভাপতি আলহাজ্ব আনোয়ার সাদাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নাফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাস্টার আফছার আলী, ইসলামী ব্যাংক সিংড়া শাখার ম্যানেজার মো. মতিয়ার রহমান, মাওলানা সাদরুল উলা, মাওলানা আলী আকবর, মিজানুর রহমান প্রমুখ।

সিংড়ায় ভোক্তা অধিকার আইন নিয়ে সেমিনার

মোঃ কুরবান আলী , সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ণ
সিংড়ায় ভোক্তা অধিকার আইন নিয়ে সেমিনার

নাটোরের সিংড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার/সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বেলা ১২টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।

গুরুদাসপুরে আপন ভাইকে হত্যার চেষ্টা

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ণ
গুরুদাসপুরে আপন ভাইকে হত্যার চেষ্টা

নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দনগর গ্রামে গত ১৬/০৩/২৫ ইং রাত্রী আনুমানিক ১০:৩০ মিনিটের সময় মোঃ নুর ইসলাম (৪৫) পিতা মৃত সলু প্রাং ব্যবসার কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আনন্দনগর কবরস্থানের হেয়ারিং রাস্তার ওপর একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ শ্যামলী খাতুন ৩৮ বলেন, পূর্ব শত্রুতার জেরে তার বড় ভাই মোঃ সিদ্দিক প্রাং পিতা মৃত সলু প্রাং সহ এন্দা প্রাং, অসিম ফকির, রাহেলা বেগমসহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। ধারালো হাসুয়া, ছোড়া, লোহার পাইপ ও কাঠের বাটাম নিয়ে সংঘবদ্ধ হয়ে তারা নুর ইসলামের পথরোধ করে।

হামলাকারীদের মধ্যে এন্দা প্রাং ধারালো হাসুয়া দিয়ে নুর ইসলামের মাথায় কোপ মারতে গেলে তিনি আত্মরক্ষার চেষ্টা করলে তার ডান বাহুতে গুরুতর কাটা জখম হয়। এরপর সিদ্দিক প্রাং ও রাহেলা বেগম কাঠের বাটাম দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে নুর ইসলামের হাত-পা চেপে ধরে তার গলায় ছোড়া চালানোর চেষ্টা করা হয়, এতে তার গলা ও বাম বাহুতে কাটা জখম হয়।

এসময় দুর্বৃত্তরা নুর ইসলামের কোমরে থাকা ব্যবসার নগদ ৫০,০০০ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত নুর ইসলামকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্যামলী খাতুন এ ঘটনায় গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”