খুঁজুন
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র, ১৪৩১

গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ জন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে নিকৃষ্ট, বর্বর, দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৩ মার্চ দক্ষিণ গাজায় জরুরি বিভাগের ওই কর্মীদের হত্যা করা হয়। ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদের সৈন্যরা ভুল করে তাদের ওপর হামলা চালিয়েছে। খবর বিবিসি, আল জাজিরা।

রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক ট্রাকে গুলি চালানো হয়।

ইসরায়েল প্রথমে দাবি করেছিল যে, হেডলাইট বা কোনো ধরনের আলো ছাড়াই অন্ধকারে ‌‘সন্দেহজনকভাবে’ গাড়ি বহর এগিয়ে আসার কারণে সৈন্যরা গুলি চালিয়েছিল। যানবাহনের চলাচলের আগে ইসরায়েলি সেনাদের সঙ্গে সমন্বয় করা হয়নি বা তাদের সম্মতি নেওয়া হয়নি।

কিন্তু নিহত হওয়া প্যারামেডিকদের একজনের মোবাইলের ফুটেজ খুঁজে দেখা গেছে যে, আহতদের সহায়তা দেওয়ার সময় যানবাহনগুলোতে আলো জ্বলছিল। অর্থাৎ ইসরায়েলি বাহিনীর ওই দাবি সম্পূর্ণ মিথ্যা।

এদিকে ইসরায়েলি বাহিনী জোর দিয়ে বলছে যে, কমপক্ষে ছয়জন চিকিৎসক হামাসের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তারা এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। তারা এটাও স্বীকার করেছে যে, সৈন্যরা যখন গুলি চালায় তখন জরুরি বিভাগের ওই কর্মীরা নিরস্ত্র ছিল।

নিউইয়র্ক টাইমসের শেয়ার করা একটি ভিডিওটিতে দেখা গেছে, যানবাহনগুলো রাস্তায় দাঁড়িয়ে ছিল। সে সময় কোনো ধরনের সতর্কতা ছাড়াই ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে গুলি চালানো হয়।

ফুটেজটি পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে চলেছে। সে সময় রেফাত রাদওয়ান নামে এক প্যারামেডিককে শেষ বারের মতো আর্তনাদ করতে শোনা গেছে। হামলার আগে ইসরায়েলি সৈন্যরা গাড়ির দিকে এগিয়ে আসে। সে সময় তাদের কথা বলতে শোনা গেছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। গাজাকে রীতিমতো এক ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল।

পাইকগাছায় রাশেদুজ্জামানের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃ রেজাউল ইসলাম, খুলনা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
পাইকগাছায় রাশেদুজ্জামানের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আজ খুলনার পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র নতুন বাজার নামক স্থানে রাশেদুজ্জামান রাশেদের উপর সন্ত্রাসী হামলা ও আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন পাইকগাছায় ১ এপ্রিল রাড়ুলী ইউনিয়নের আওয়ামী লীগের দোসর ও কতিপয় চিহিৃত সন্ত্রাসীরা গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদ সহ ছাত্রদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশ্যে মারাত্মক জখম করে।

বুধবার বিকালে গদাইপুর ইউনিয়নের ব্যানারে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র নতুন বাজারে পাইকগাছা – খুলনা সড়কে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ বদিউজ্জামান সরদার, পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সরদার ফারুক আহমেদ, শেখ বেনজীর আহমেদ লাল, মোঃ আয়ুব আলী,প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, মাষ্টার বাবর আলী গোলদার,মোঃ জামিলুর রহমান রানা, মোঃ মোস্তফিজুর রহমান লিপটন,মোঃ মোখলেছুর রহমান কাজল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রাশেদ জনি, ইউপি সদস্য আবু হাসান,মোঃ সুজায়েত গাজী, মোঃ নাজমুল হাসান, মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আল আমিন, মোঃ মিজানুর রহমান, জবেদ আলী গাজী, মোঃ জসিম প্রমুখ।

মাফিয়া তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
মাফিয়া তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিতর্কিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের অবস্থান নিয়ে জনমনে চরম কৌতুহল সৃষ্টি হয়েছে। সরকারের বর্তমান পরিস্থিতির মধ্যে তিনি দেশে আছেন না কি বিদেশে গা ঢাকা দিয়েছেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

অনেক মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদরা সরকারের পতনের আগে থেকেই গা ঢাকা দিয়েছেন। কিছুদিন আগেও এমন কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও বেশিরভাগই আত্মগোপন করেছে, এবং কেউ কেউ বিদেশে চলে গেছে। এর মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, শেখ ফজলে নূর তাপস কোথায় আছেন।

সম্প্রতি কানাডার নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব তার একটি প্রতিবেদনে ডিবি পুলিশের হারুন এর একটি কল রেকর্ড প্রচার করেছেন, যেখানে ডিবি হারুন দাবি করেছেন, শেখ ফজলে নূর তাপস বর্তমানে সিঙ্গাপুরে আছেন।

এই পরিস্থিতির মধ্যে, শেখ ফজলুর রহমান তাপসের বিরুদ্ধে কিছু বিতর্কিত অভিযোগও রয়েছে। ১৫ বছর আগে পিলখানা বিদ্রোহে রাজনীতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করার দাবি করেছেন মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। এ ছাড়া ২০২৩ সালে তিনি ১০০ কোটি টাকা মানহানি মামলা করেছিলেন।

শেখ ফজলুর রহমান তাপসের বিরুদ্ধে গাছ কাটা নিয়ে নানা সমালোচনা এবং বেওয়ারিশ কুকুর অপসারণ পরিকল্পনা নিয়ে বিপুল বিতর্কও ছিল। এর আগে ২০২১ সালে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তাপসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার ব্যক্তিগত ব্যাংক, মধুমতী ব্যাংকে স্থানান্তর করেছেন।

এছাড়া, ২০২৩ সালে, তাপস একটি প্রধান বিচারপতিকে নামানোর বিষয়ে মন্তব্য করেছিলেন, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।

এসব বিতর্কের মধ্যেই, তাপসের অবস্থান এবং তার ভবিষ্যত নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

শেখ পরিবার নিয়ে ডিবি হারুন-ইকবালের চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ
শেখ পরিবার নিয়ে ডিবি হারুন-ইকবালের চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস

কুখ্যাত সাবেক ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) প্রধান হারুন সম্প্রতি একটি ফোনকল রেকর্ডে বিস্ফোরক মন্তব্য করেছেন। ওই রেকর্ডে তিনি সরাসরি সমালোচনা করেন আওয়ামী লীগ ও শেখ পরিবারের ঘনিষ্ঠ সদস্য শেখ হেলালকে।

হারুন অভিযোগ করেন, শেখ হেলালের ছেলে এবং সাবেক আওয়ামী লীগ এমপি শেখ তন্ময় গাঁজা ও মদ সেবন করেন। এসময় সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক সম্পর্কে উচ্চস্বরে মন্তব্য করেন একজন যার নাম ইকবাল আহমেদ।

ইকবাল আহমেদ দুই হাজার কোটি টাকা ঋণ খেলাপি করে ঢাকায় ‘হলিডে ইন’ নামের একটি হোটেল প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।

এছাড়া হারুন আরও বলেন, ফজলে নূর তাপস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং পরশ রয়েছেন কানাডায়।

তথ্যসূত্রঃhttps://www.youtube.com/live/omjNvCGqSDM?si=RHKYZ_1N0WFuuPIL