আহ্বায়ক: সর্দার হীরক রাজা
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও যন্ত্রশিল্পী সংস্থা’র আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও যন্ত্রশিল্পীদের দক্ষতা উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও প্রতিভার বিকাশ ঘটিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের পরিবেশনার মাধ্যমে দেশ, জাতি ও নিজেদের সমৃদ্ধ করার লক্ষ্যে দেশে বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে আজ ০৭/০৫/২০২৫ তারিখ রোজ বুধবার, গুণী ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও যন্ত্রশিল্পী সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সূত্রমতে, দীর্ঘদিন দেশ ও দেশের বাইরে সাংস্কৃতিক কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘সরদার হীরক রাজা’ কে আহ্বায়ক করা হয়েছে। আহ্বায়ক এই কমিটিতে ‘সদস্য সচিব’ হন জনাব ‘জাহাঙ্গীর আলম’।
তাছাড়া, কমিটিতে তুষার কান্তি সরকার ও মো: মোরশেদুর রহমান কে যুগ্ন- আহবায়ক এবং মো: জিলানি যুগ্ম – সদস্য সচিব পদে নাম ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুল্লাহেল রাফি তালুকদার, রোকসানা আক্তার রুপসা, নূরে জান্নাত, সুস্মিতা দেব সূচী, বর্নালী সরকার, জিন্নাত আরা, মোহাম্মাদ ইমামুর রশিদ ও জিয়াউল আবেদিন।
সংগঠন সূত্র বলছে, আহ্বায়ক কমিটি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে সকল শিল্পী ও যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে নির্বাচন কমিটি গঠন ও একটি সুষ্ঠ ও অবাধ নির্বাহী পরিষদ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর থাকবে।
আপনার মতামত লিখুন