খুঁজুন
বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র, ১৪৩১

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি-আলোচনা

রেজাউল করিম, স্টাফ রিপোর্টা,সিরাজগঞ্জ
প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি-আলোচনা

“আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে বেলুন উড়িয়ে র‍্যালি প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার প্রদান, এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা  অধিদপ্তরের আয়োজনে রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কালেক্টরেট চত্বরে উক্ত  অনুষ্ঠানের শুভ  উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,   সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়।
র‍্যালি প্রদর্শন  শেষে  জেলা  প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্যে রাখেন,  জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা  মোঃ আক্তারুজ্জামান।
 অনুষ্ঠানে  সন্মানিত অতিথি হিসেবে  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের  উপ- সহকারী পরিচালক মোহাম্মদ,আব্দুর রহমান, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সাইদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক , রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট, এনজিও ব্র্যাক,  এনডিপি, ব্যুরো বাংলাদেশ  এমএমএস, সুক সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানগণ বা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । 
অনুষ্ঠানে  শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় জেলা প্রশাসককে , এম এ মতিন কটন মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালককে এবং উপ-সহকারী পরিচালককে, ফায়ার সার্ভিস এন্ড  সিভিল ডিফেন্স কে।
উক্ত  আলোচনা সভা অনুষ্ঠান শেষে সদর উপজেলার শিয়ালকোলে  এম. এ. মতিন কটন মিলস লিঃ বিসিক সিরাজগঞ্জে  ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া প্রদর্শন করা  হয়। এ  মহড়ায় এম.এ. মতিন কটন মিলস লিঃ এর শ্রমিক নারী-পুরুষদের ভূমিকম্প ও অগ্নিকান্ড কি ভাবে আগুন নিভানো হয়, কি ভাবে দূর্ঘটনার সময়ে  আহতদের উদ্ধার করা হয় এ বিষয়ে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।