খুঁজুন
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ, ১৪৩১

আকাশছোঁয়া সবজির দাম, সিন্ডিকেটের হাতে জিম্মি সাধারণ মানুষ

মোঃ আলম মৃধা, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
আকাশছোঁয়া সবজির দাম, সিন্ডিকেটের হাতে জিম্মি সাধারণ মানুষ

নরসিংদী জেলার বিভিন্ন হাট বাজার ঘুরে জানা যায় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম লাগামহীন অবস্থা বিরাজ করছে।

আজ (২০ অক্টোবর) সরেজমিনে গিয়ে, নরসিংদীর জেলার বিভিন্ন উপজেলায় পাইকারি ও খুচরা বাজারে বর্তমানে সবজির দাম আকাশছোঁয়া, কাঁচা মরিচের কেজি ৪৮০-৫০০ টাকা, দুনিয়া পাতা কেজি ৫০০-৫৫০ টাকা, টমেটো কেজি ২৮০-৩০০ টাকা, সিমের কেজি ২৪০-২৫০ টাকা, গাজরের কেজি ১৯০-২০০ টাকা, করলার কেজি ১০০-১২০ টাকা, বেগুনের কেজি ১২০-১৪০ টাকা, লাউ এক পিচ ১০০-১২০ টাকা, কচুর লতি কেজি ১০০- ১২০ টাকা, জালি এক পিচ ৮০-৯০ টাকা, মুলার কেজি ৮০-১০০ টাকা, ঢেঁড়স কেজি ১০০-১২০ টাকা, পটলের কেজি ৯০- ১০০ টাকা, শশার কেজি ৬০-৭০ টাকা, কাঁচা কলার হালি ৭০-৮০ টাকা, কচুর ছড়ি কেজি ৮০-৯০ টাকা, বাঁধাকপি এক পিচ ৬০-৮০ টাকা, ফুলকপি এক পিচ ৮০-১০০ টাকা, আলুর কেজি ৬০-৭০ টাকা, পেঁপের কেজি ৫০-৬০ টাকা, পুঁই শাকের আঁটি ৪০-৫০ টাকা, মিস্টি কুমড়া শাকের আঁটি ৪০-৫০ টাকা, লাউ শাকের আঁটি ৫০-৬০ টাকা, লেবুর হালি ৫০-৬০ টাকা।

অন্যদিকে খুচরা ও পাইকারি বাজারে ব্রয়লার মুরগীর কেজি ১৯০-২০০ টাকা, সোনালী কক মুরগীর কেজি ৩০০-৩১০ টাকা, গরুর গোস্তের কেজি ৮০০-৮৫০ টাকা, খাসীর গোস্তের কেজি ১০৫০- ১১৫০ টাকা, চিংড়ি মাছের কেজি ১৩১০-১৪৫০ টাকা, রুই মাছের কেজি ৩০০-৩২০ টাকা, পাঙ্গাশ মাছের কেজি ১৮০-২০০ টাকা, হাঁসের ডিমের হালি ৮৫-৯০ টাকা, ফার্মের ডিমের হালি ৫৮-৬০ টাকা।

অপর দিকে পেঁয়াজের কেজি ১১০-১২০ টাকা, রসুনের কেজি ১২০-১৩০ টাকা, আদার কেজি ১৯০-২১০ টাকা, চিনির কেজি ১৩০-১৪০ টাকা, মোসুরি ডালের কেজি ১২০-১৪০ টাকা, সয়াবিন তেলের কেজি ১৭৫-১৮০ টাকা, সরিষার তেলের কেজি ২৩০-২৪০ টাকা, দুধের লিটার ৯০-১০০ টাকা, হলুদ গুঁড়ার কেজি ৩৪০-৩৫০ টাকা, মরিচ গুঁড়ার কেজি ৪০০-৪২০ টাকা।

ক্রেতারা ও বিক্রেতারা জানান, সবকিছুর দাম ঊর্ধ্ব গতিতে বেড়েই যাচ্ছে। আমাদের দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের অবস্থা দিন দিন আরো শোচনীয় হয়ে যাচ্ছে। অন্যদিকে দুর্নীতিবাজরা আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছেন। উচ্চবিত্ত আর দুর্নীতিবাজরা এ দেশকে খেয়ে ফেলছে।

এ বিষয়ে নরসিংদীর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বাস্তব অবস্থা পর্যবেক্ষণে প্রতিদিন জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার থেকে “টাস্ক ফোর্সের” একটি টিম বের হয়ে বাজার মনিটরিং করছে। দ্রব্যমূল্য নিয়ম অনুযায়ী বিক্রয় করা হচ্ছে কিনা, মূল্য তালিকা আছে কিনা, ক্রয় বিক্রয় রশিদ আছে কিনা। না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে, প্রয়োজনে জরিমানাও করা হচ্ছে। আশা করা যায় শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। সাম্প্রতিক কালে বন্যা পরিস্থিতির উত্তরন হওয়ায় আশা করছি শীতের সবজি বাজারে আসলে মূল্য নিয়ন্ত্রণে আসবে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সাপ্লাই চেইন তদারকির জন্য গঠিত “বিশেষ টাস্কফোর্স” প্রতিদিন নরসিংদী জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছে। অভিযানকালে সাপ্তাহিক কাচাবাজারে বিভিন্ন শাক-সবজির দাম, নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, মাছ, ডিম ও ব্রয়লার মুরগির মূল্য এবং ক্রয় বিক্রয় ভাউচার যাচাই করা হচ্ছে। মূল্য তালিকা প্রদর্শনা না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষন আইন,২০০৯ এ মামলা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ সজীব বলেন, আমাদের সাথে নিয়মিত ভোক্তা অধিকার, কৃষি বিপণন বিভাগ নিয়মিত বাজার মনিটরিং করছে। বন্যার কারণে সবজি উৎপাদন ব্যাহত হওয়ায় এ দাম বৃদ্ধি বলে জানান ব্যবসায়ীরা।

এ বিষয়ে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আব্দুল করিম বলেন, আমাদের ভোক্তা অধিকারের কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করতেছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত মাঠে কাজ করছে অচিরে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

এ বিষয়ে জানতে সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হাসান ফোন কেটে দেন।

এই অবস্থায় চললে ১২ থেকে ১৫ হাজার টাকা ইনকাম এর সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে! অন্তর্বর্তী কালীন সরকারের উচিৎ অতিদ্রুত বাজার মনিটরিং করে নিয়ন্ত্রণ করা। এমনটাই জানান, সুশীল সমাজের ব্যক্তিরা। এই সব ভয়াবহ সেন্টিকেটের কবল থেকে আমাদের মুক্তি মিলবে কবে, এমনটাই প্রশ্ন সাধারন মানুষের??

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত নাজমুল হোসেন শান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত নাজমুল হোসেন শান্ত

বিপিএলের মাঝেই আলোচনায় জাতীয় দল প্রসঙ্গ। টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গত বছরের ফেব্রুয়ারি তিন ফরম্যাটেই অধিনায়ক ঘোষণা করা হয় শান্তকে। কিন্তু অধিনায়কত্বের সঙ্গে পারফরম্যান্সের তেমন একটা মেলবন্ধন ঘটেনি। বিশেষ করে, টি-টোয়েন্টি ফরম্যাটে সবশেষ ১৯ ম্যাচে কোনো ফিফটি নেই তার। সমালোচনার মুখে গত অক্টোবরেই সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু বিসিবি তাকে থেকে যাওয়ার জন্য রাজি করায়।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেই জাতীয় দৈনিককে বলেন করে, ‘শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে। ’

চোটের কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের কোনো সিরিজেই খেলতে পারেননি শান্ত। তার পরিবর্তে টেস্ট ও ওয়ানডের নেতৃত্বের ভার ছিল মেহেদী হাসান মিরাজের কাঁধে। তবে টি-টোয়েন্টির দায়িত্বে ছিলেন লিটন দাস। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ।

মার্চে জিম্বাবুয়ে সিরিজে তাই পরবর্তী অধিনায়ক হিসেবে লিটনের নামটা সামনেই থাকবে। তবে তার পারফরম্যান্স খুব একটা পক্ষে কথা বলছে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচে কেবল ১৭ রান করেছেন তিনি।

এদিকে চোট কাটিয়ে শান্ত ফিরেছেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তিনি। যদিও প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক মারেন বাঁহাতি এই ব্যাটার।

২৭ জানুয়ারি শবে মেরাজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
২৭ জানুয়ারি শবে মেরাজ

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। আর, আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ পালিত হবে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আব্দুর ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. ফখরুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. আবদুল মালেক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. রুহূল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান,সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রধান মাওলানা অধ্যক্ষ মিঞা মোঃ নূরুল হক, লালবাগ শাহী জামে মসজিদের সানি খতিব মুফতি আফনান মুহাম্মাদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বিতর্কিত বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উগ্রবাদী মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম ওই আবেদনের ওপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দেন।

সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিতর্কিত প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল।

চিন্ময়কে এদিন আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামির ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে। এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন নামঞ্জুর করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে৷’

বিতর্কিত চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য বলেন, জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আমরা উচ্চ আদালতে যাবো।

গত বছর ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। যেখানে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে কট্টর হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের গেড়ুয়া পতাকা টানানো হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন ট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বিতর্কিত চিন্ময়ের উগ্রবাদী অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হলে ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত ছিল ৩ ডিসেম্বর। কিন্তু ওইদিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। এসবের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি দিন ধার্য করেন।