খুঁজুন
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক, ১৪৩২

আকাশছোঁয়া সবজির দাম, সিন্ডিকেটের হাতে জিম্মি সাধারণ মানুষ

মোঃ আলম মৃধা, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
আকাশছোঁয়া সবজির দাম, সিন্ডিকেটের হাতে জিম্মি সাধারণ মানুষ

নরসিংদী জেলার বিভিন্ন হাট বাজার ঘুরে জানা যায় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম লাগামহীন অবস্থা বিরাজ করছে।

আজ (২০ অক্টোবর) সরেজমিনে গিয়ে, নরসিংদীর জেলার বিভিন্ন উপজেলায় পাইকারি ও খুচরা বাজারে বর্তমানে সবজির দাম আকাশছোঁয়া, কাঁচা মরিচের কেজি ৪৮০-৫০০ টাকা, দুনিয়া পাতা কেজি ৫০০-৫৫০ টাকা, টমেটো কেজি ২৮০-৩০০ টাকা, সিমের কেজি ২৪০-২৫০ টাকা, গাজরের কেজি ১৯০-২০০ টাকা, করলার কেজি ১০০-১২০ টাকা, বেগুনের কেজি ১২০-১৪০ টাকা, লাউ এক পিচ ১০০-১২০ টাকা, কচুর লতি কেজি ১০০- ১২০ টাকা, জালি এক পিচ ৮০-৯০ টাকা, মুলার কেজি ৮০-১০০ টাকা, ঢেঁড়স কেজি ১০০-১২০ টাকা, পটলের কেজি ৯০- ১০০ টাকা, শশার কেজি ৬০-৭০ টাকা, কাঁচা কলার হালি ৭০-৮০ টাকা, কচুর ছড়ি কেজি ৮০-৯০ টাকা, বাঁধাকপি এক পিচ ৬০-৮০ টাকা, ফুলকপি এক পিচ ৮০-১০০ টাকা, আলুর কেজি ৬০-৭০ টাকা, পেঁপের কেজি ৫০-৬০ টাকা, পুঁই শাকের আঁটি ৪০-৫০ টাকা, মিস্টি কুমড়া শাকের আঁটি ৪০-৫০ টাকা, লাউ শাকের আঁটি ৫০-৬০ টাকা, লেবুর হালি ৫০-৬০ টাকা।

অন্যদিকে খুচরা ও পাইকারি বাজারে ব্রয়লার মুরগীর কেজি ১৯০-২০০ টাকা, সোনালী কক মুরগীর কেজি ৩০০-৩১০ টাকা, গরুর গোস্তের কেজি ৮০০-৮৫০ টাকা, খাসীর গোস্তের কেজি ১০৫০- ১১৫০ টাকা, চিংড়ি মাছের কেজি ১৩১০-১৪৫০ টাকা, রুই মাছের কেজি ৩০০-৩২০ টাকা, পাঙ্গাশ মাছের কেজি ১৮০-২০০ টাকা, হাঁসের ডিমের হালি ৮৫-৯০ টাকা, ফার্মের ডিমের হালি ৫৮-৬০ টাকা।

অপর দিকে পেঁয়াজের কেজি ১১০-১২০ টাকা, রসুনের কেজি ১২০-১৩০ টাকা, আদার কেজি ১৯০-২১০ টাকা, চিনির কেজি ১৩০-১৪০ টাকা, মোসুরি ডালের কেজি ১২০-১৪০ টাকা, সয়াবিন তেলের কেজি ১৭৫-১৮০ টাকা, সরিষার তেলের কেজি ২৩০-২৪০ টাকা, দুধের লিটার ৯০-১০০ টাকা, হলুদ গুঁড়ার কেজি ৩৪০-৩৫০ টাকা, মরিচ গুঁড়ার কেজি ৪০০-৪২০ টাকা।

ক্রেতারা ও বিক্রেতারা জানান, সবকিছুর দাম ঊর্ধ্ব গতিতে বেড়েই যাচ্ছে। আমাদের দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের অবস্থা দিন দিন আরো শোচনীয় হয়ে যাচ্ছে। অন্যদিকে দুর্নীতিবাজরা আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছেন। উচ্চবিত্ত আর দুর্নীতিবাজরা এ দেশকে খেয়ে ফেলছে।

এ বিষয়ে নরসিংদীর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বাস্তব অবস্থা পর্যবেক্ষণে প্রতিদিন জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার থেকে “টাস্ক ফোর্সের” একটি টিম বের হয়ে বাজার মনিটরিং করছে। দ্রব্যমূল্য নিয়ম অনুযায়ী বিক্রয় করা হচ্ছে কিনা, মূল্য তালিকা আছে কিনা, ক্রয় বিক্রয় রশিদ আছে কিনা। না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে, প্রয়োজনে জরিমানাও করা হচ্ছে। আশা করা যায় শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। সাম্প্রতিক কালে বন্যা পরিস্থিতির উত্তরন হওয়ায় আশা করছি শীতের সবজি বাজারে আসলে মূল্য নিয়ন্ত্রণে আসবে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সাপ্লাই চেইন তদারকির জন্য গঠিত “বিশেষ টাস্কফোর্স” প্রতিদিন নরসিংদী জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছে। অভিযানকালে সাপ্তাহিক কাচাবাজারে বিভিন্ন শাক-সবজির দাম, নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, মাছ, ডিম ও ব্রয়লার মুরগির মূল্য এবং ক্রয় বিক্রয় ভাউচার যাচাই করা হচ্ছে। মূল্য তালিকা প্রদর্শনা না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষন আইন,২০০৯ এ মামলা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ সজীব বলেন, আমাদের সাথে নিয়মিত ভোক্তা অধিকার, কৃষি বিপণন বিভাগ নিয়মিত বাজার মনিটরিং করছে। বন্যার কারণে সবজি উৎপাদন ব্যাহত হওয়ায় এ দাম বৃদ্ধি বলে জানান ব্যবসায়ীরা।

এ বিষয়ে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আব্দুল করিম বলেন, আমাদের ভোক্তা অধিকারের কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করতেছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত মাঠে কাজ করছে অচিরে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

এ বিষয়ে জানতে সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হাসান ফোন কেটে দেন।

এই অবস্থায় চললে ১২ থেকে ১৫ হাজার টাকা ইনকাম এর সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে! অন্তর্বর্তী কালীন সরকারের উচিৎ অতিদ্রুত বাজার মনিটরিং করে নিয়ন্ত্রণ করা। এমনটাই জানান, সুশীল সমাজের ব্যক্তিরা। এই সব ভয়াবহ সেন্টিকেটের কবল থেকে আমাদের মুক্তি মিলবে কবে, এমনটাই প্রশ্ন সাধারন মানুষের??

সংস্কারবিরোধী রাজনীতি মুজিববাদকে প্রাসঙ্গিক করে তুলছে: আসিফ মাহমুদ

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:১০ অপরাহ্ণ
সংস্কারবিরোধী রাজনীতি মুজিববাদকে প্রাসঙ্গিক করে তুলছে: আসিফ মাহমুদ

৫ আগস্টের পর সংস্কারবিরোধী এবং প্রতিক্রিয়াশীল রাজনীতি মুজিবাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের পরে আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিপ্লবের যারা স্টেকহোল্ডার তাদের মধ্যে কেউ কেউ সংস্কারবিরোধী রাজনীতিটা করল; মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কী, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকে যে, কেউ কেউ রিঅ্যাকশনারি (প্রতিক্রিয়াশীল) রাজনীতিতে ঢুকে গেল এবং এই রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলল।

তিনি বলেন, মুজিববাদী রাজনীতি একটা সময় পর্যন্ত ছিল না, যখন আপনি আবার জাতীয় সংগীতের বিতর্কে ঢুকলেন, যখন আপনি আবার এই রিঅ্যাকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে; তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করল এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা, এটা দিয়ে আসলে আমাদের কী উপকার হলো বা এর দায়টাই বা কার?

২০২৪ গণঅভ্যুত্থানের প্রাপ্তি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যদি ২০২৪ সালের গণভুত্থানের আউটকামের বিষয়ে আলাপ আসে, আমরা গণভুত্থানের পর পর তিনটা বিষয় নিয়ে আলোচনা চলছিল যে সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর। বিচারের বিষয়ে যতটুকু অবগত আছি, অগ্রগতি হচ্ছে। আগামী ১৩ নভেম্বর একটা রায়ও হওয়ার কথা এবং এর প্রেক্ষিতে ফ্যাসিবাদী শক্তি আবার লকডাউন ডেকেছে ঢাকায়।

তিনি বলেন, অন্যদিকে যদি সংস্কারের কথা বলি, আমরা দেখেছি যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলতো ৫ আগস্টের পরে তারা কেন জানি সংস্কারবিরোধী রাজনীতিতে ঢুকে গেল। আমরা আসলে জানি না এই সংস্কারবিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কী? আমাদের দেশের জন্য অবশ্যই ক্ষতি কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সফলতা বয়ে আনছে?

নতুন রাজনৈতিক বন্দোবস্ত কী জানেন না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, খুব জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কী? মানে এটা কি জিনিস? মানে কিছু পপুলিস্ট কার্যক্রম করলেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় না। এটার রূপরেখাটা কি লিখিত আছে? এখন পর্যন্ত বা সেটা কী যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন, তারা এটা দিতে পেরেছেন কি না?

তিনি বলেন, আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বের হলে আমিও রাজনীতি করব। তখন আমার আসলে খুঁজতে হবে যে, আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কী? বা এটা কোথায় আছে? আমাকে যদি কেউ একটা লিফলেট বা একটা পেপার না দিতে পারে যে, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাহলে আমি কীসের আশায়, কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাব? সেটা তো আমি নিজেই কনফিউজড হয়ে যাব!

আসিফ মাহমুদ বলেন, আমাদের মতো যাদের একটু জিজ্ঞাসা আছে তাদের সবারই আসলে কনফিউশনটা আছে। কারণ কিছু পপুলিস্ট অ্যাক্টিভিটি দিয়ে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না। সেটা যে কেউ এসে করতে পারে। আপনার রূপরেখাটা কোথায়, সেটা আসলে জনগণের কাছে বিশেষ করে তরুণদের কাছে তাদের আগ্রহটা বেশি, আমার মনে হয় পরিষ্কার করা প্রয়োজন।

১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট তাতে খুব বেশি পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যেটা ৫০ বছর ধরে বারবার বলা হয়েছে যে, সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয়। এখন বাস্তব পরিসরে আমরা এসে দেখি আসলে আমাদের কারো সঙ্গেই বন্ধুত্ব নেই। আমি যদি রুমে যারা আছে ১৫০, ২০০ মানুষ সবার সঙ্গে বন্ধুত্ব করতে যাই তাহলে আমার কারো সঙ্গেই আসলে প্রকৃত বন্ধুত্ব হয়ে উঠবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চেষ্টা করছি যে, মিনিংফুল ফ্রেন্ডশিপ যাদের সঙ্গে করা যায় তাদের সঙ্গে করা, যাদের সঙ্গে আমাদের আন্তর্জাতিক পরিসরের স্বার্থটা মেলে তাদের সঙ্গে বন্ধুত্ব করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সঞ্চালনায় এই গোলটেবিল বৈঠকে কবি ও চিন্তক ফরহাদ মজহার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, কর্নেল (অব.) হাসিনুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, পুসাবের স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান, অনলাইন অ্যাকটিভিস্ট মোহাম্মদ সজল বক্তব্য দেন।

আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি: আসিফ নজরুল

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:০৪ অপরাহ্ণ
আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি: আসিফ নজরুল

রাজশাহীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (৮ নভেম্বর) সকালে পরিদর্শন শেষে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলেও, তিনি এর কোনো জবাব দেননি। সে সময় আসিফ নজরুল বলেন, ‘নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।’

পরে তিনি বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। সারাদেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসিনা-আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
হাসিনা-আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টামণ্ডলী সবাই কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গণভোট ইস্যু নিয়ে তিনি বলেন, এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ডিসিশন নেবে। অনকেই বলছেন জুলাই চার্টার করতে কৃষক, নারী, লেবারদের সঙ্গে কথা হয়নি। তাহলে পলিটিক্যাল পার্টিগুলো কি এসব মানুষদের রিপ্রেজেন্ট করে না?

তিনি বলেন, জুলাই চার্টারে সব কিছুই এসেছে। নির্বাচনের পর নতুন করে আনার ডায়ালগ হতে পারে।

শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছে। তার মানে দেশের সবাই টেররিস্ট। সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবে। আমার মনে হয় শেখ হাসিনা-আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে।

সংস্কারবিরোধী রাজনীতি মুজিববাদকে প্রাসঙ্গিক করে তুলছে: আসিফ মাহমুদ আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি: আসিফ নজরুল হাসিনা-আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমির আগেই শেষ বাংলাদেশ নতুন খসড়ায় ব্যাংক-বহির্ভূত প্রতিষ্ঠান ই-মানি ইস্যু করতে পারবে