রাজধানীতে ছয় মাসের নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণ গাঁও নূরবাগ জামে মসজিদের পশ্চিম ঝিলপাড় তিন রাস্তা মোড় এলাকা থেকে ছয় মাসের নবজাতক (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার(১৫ ডিসেম্বর)ভোরের দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মোঃ রাশেদুল হাসান জানান, আমরা খবর পেয়ে গতকাল বিকেল চারটার দিকে সবুজবাগ দক্ষিণ গাঁও নূরবাগ জামে মসজিদ এলাকার পশ্চিম পাশে ঝিলরপাড় তিন রাস্তা মোড়ের ময়লার স্তূপ থেকে। ওই নবজাতকের উদ্ধার করি। পরে আইনি পরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন,
স্থানীয় লোকের মুখে জানতে পারি কে বা কাহারা ঐ নবজাতের মরদেহ সবার অজান্তে ওই জায়গায় ফেলে রেখে যায়। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন