রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জ সদর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ সীমান্ত (২০) নামের এক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
শনিবার(১৩ ডিসেম্বর)মধ্যরাতেচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত (১১ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জে নিজ বাসায় যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ঐ রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
নিহতে মামা গালিব বলে,
আমার ভাগিনা নারায়ণগঞ্জ থেকে প্রতিদিনই ঢাকার বনানী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যাত্রীবাহী বাসে যাতায়াত করত। গত (১১ ডিসেম্বর)ঢাকা থেকে যত ভাই বাসে করে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডে নামে এতে সন্ধ্যা হয়ে যায়। পরে বাস স্ট্যান্ড থেকে বাসায় যাওয়ার পথে রাস্তায় ছিনতাইকারীরা তাকে গতিরোধ প্রতিরোধ করে তার কাছে থাকা দামি ফোন দিতে না চাইলে পরে ছিনতাই করে তাকে আঘাত করে তার ফোন নিয়ে যায় এবং কিছু টাকাও নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন,
আমার ভাগিনার নিজ বাড়ি, নারায়ণগঞ্জ সদর ডিসিভি পাকা রোড এলাকার হাজী আলমের সন্তান। ওরা এক ভাই এক বোন ও ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার মতামত লিখুন