রাজধানীতে বিআরটিসি গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বি আর টি সি বাসের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৯ডিসেম্বর)সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে আটটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতকে নিয়ে আসা কৃষি ব্যাংকে নিরাপত্তা কর্মী তরিকুল ইসলাম জানান, মতিঝিলের মেট্রো রেল স্টেশনের নিচে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি বিআরটিসি বাসের ধাক্কায় গুরু তোর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।তিনি জানান আশেপাশে লোকজনের মুকে জানতে পারি নিহত ওই নারী দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন ভবঘুরে প্রকৃতি ওই এলাকাতেই থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে, প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানা যাবে।
আপনার মতামত লিখুন