অজ্ঞত গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু
রাজধানী কাকরাইল মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৫০)ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার(২৩ ডিসেম্বর)গতরাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক(এসআই)মোঃ মিজানুর রহমান বলে, আমারা রাতে খবর পেয়ে কাকরাইল মোড়ে ওই অজ্ঞাত ব্যক্তি কে পড়ে থাকতে দেখলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন,
আশেপাশের লোকের মুখে জানতে পারি অজ্ঞত ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দেয় গুরুতর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন