দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর লালবাগের নবাবগঞ্জ মসজিদ এলাকায় দুর্বৃত্তকারির ছুরিকাঘাতে হুসাইন শুভ(৩৫)মুরগি ব্যবসায়ী ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার(২৫ ডিসেম্বর)সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।গত সোমবার (২৩ ডিসেম্বর)রাতে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।
নিহতে ভাই শাহাদাত হোসেন বলেন,
আমার ভাই লালবাগের নবাবগঞ্জ এলাকায় মুরগির ব্যাবসা করে।ওই রাতে বাসায় ফেরার সময় দুর্বৃত্তকারীরা আমার ভাইকে ছুরিকাঘাতে করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু,
তিনি আরো বলে,
আমাদের বাসালালবাগ নবাবগঞ্জের ৬০ নং ডুরি আঙ্গুর লেন বাসার আব্দুল সালামের সন্তান।আমরা চার ভাই বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার মতামত লিখুন