খুঁজুন
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ, ১৪৩১

হকিতে বিশ্বকাপ, সর্বকনিষ্ঠ আইএম, সাগরের অলিম্পিক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:২৩ অপরাহ্ণ
হকিতে বিশ্বকাপ, সর্বকনিষ্ঠ আইএম, সাগরের অলিম্পিক

বেশিরভাগ সময় দেশের ফুটবল–ক্রিকেটই বছরজুড়ে আলোচনায় থাকে। এই দুই প্রধান খেলার বাইরে অন্য খেলাগুলোতেও থাকে অর্জন ও ব্যর্থতার গল্প। ২০২৪ সালে অন্য খেলা ও ফেডারেশনগুলোর নানা ঘটনা তুলে ধরেছেন সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের।

সরাসরি অলিম্পিকে আরচ্যার সাগরের 

অলিম্পিক গেমসে পদক জয় বাংলাদেশের জন্য এখনও অলীক ভাবনাই। বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরে অংশগ্রহণ করে ওয়াইল্ড কার্ডে। ২০১৬ সালে রিও অলিম্পিক থেকে একজন করে ক্রীড়াবিদ নিজ যোগ্যতায় অলিম্পিকে খেলছেন। গলফার সিদ্দিকের পর ২০২০ সালে সরাসরি অলিম্পিক খেলেন আরচ্যার রোমান সানা। এবার তুরস্কের আনাতোলিয়ায় প্যারিস অলিম্পিকের শেষ কোটা প্লেস টুর্নামেন্টে আরচ্যার সাগর ইসলাম নিজ যোগ্যতায় অলিম্পিক খেলার বিষয়টি নিশ্চিত করেন। সাগর এখনও বিকেএসপির শিক্ষার্থী। সিদ্দিক ও রোমানের চেয়ে কম বয়সে সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক মানদণ্ডে বা সাফল্যে এটা তেমন বড় কোনো বিষয় না হলেও, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ।

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পতাকা সাগরের হাতে

অলিম্পিকে অংশগ্রহণই ‘সান্ত্বনার’

বিশ্বের অন্যতম জনবহুল দেশ হলেও বাংলাদেশ এখনও অলিম্পিকে পদক জিততে পারেনি। ১৯৮৪ সাল থেকে এখনও যেন অংশগ্রহণই শেষ কথা! ২০২৪ প্যারিস অলিম্পিকে শ্যুটিং ও অ্যাথলেটিক্সে জাতীয় টাইমিং করতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা। উল্টো বাংলাদেশের দ্রুততম মানব তার দৌড় শেষে ইনজুরি নিয়েই অংশগ্রহণ এবং তিনি অংশ নিতে চাননি এমন বিস্ফোরক মন্তব্যও করেন। অলিম্পিকে একটি পদক সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিতে পারে। এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রশিক্ষণ। বাংলাদেশের ক্রীড়া নীতিনির্ধারক এ নিয়ে তেমন ভাবেন না!

সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়

বাংলাদেশের দাবায় সম্ভাবনাময় নাম মনন রেজা নীড়। হাঙ্গেরিতে তিনি আন্তর্জাতিক মাস্টার (আইএম) নর্ম পূরণ করেছেন। মাত্র ১৪ বছর ৫ মাস বয়সে তিনি এই খেতাব পান। যা বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সবচেয়ে দ্রুততম। নিয়াজ মোর্শেদের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হওয়ার ৪৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন নীড়। আন্তর্জাতিক মাস্টারের পাশাপাশি এই বছর নীড় জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন। তবে সেখানে অবশ্য সর্বকনিষ্ঠ হতে পারেননি তিনি। এই রেকর্ড এখনও নিয়াজেরই দখলে।

ইউক্রেনের গ্র্যান্ডমাস্টারকে রুখলেন নীড়

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এই বছর একটি গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছেন। দীর্ঘদিন চেষ্টার পর এই বছর একটি নর্ম অর্জন করেছেন তিনি। আরও দুটি নর্ম ও ২৫০০ রেটিং স্পর্শ করলে ফাহাদ গ্র্যান্ডমাস্টার হতে পারবেন।

খেলতে খেলতে চলে গেলেন জিয়া

বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জাতীয় দাবায় খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গত ৫ জুলাই। দাবা ফেডারেশন থেকে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে জিয়াকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। জিয়ার মৃত্যু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় ধাক্কা। মৃত্যুর আগেই অবশ্য জিয়া দাবা অলিম্পিয়াড নিশ্চিত করেছিলেন। তার মৃত্যুর পর সেই স্থানে যান ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। জিয়ার অকালে চলে যাওয়া দাবাঙ্গনের জন্য বড় শূন্যতা।

দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

স্থানীয় ক্রীড়া কমিটির বিলুপ্তি, ৪২ ফেডারেশনের সভাপতি অপসারণ

৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক রদবদল হয়েছে। ফুটবল-ক্রিকেট ছাড়া বাকি সব ফেডারেশনের সভাপতি সরকার মনোনীত। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত না থাকা অনেকেই রাজনৈতিক ও নানা প্রভাবে বিভিন্ন ফেডারেশনের সভাপতি ছিলেন। তাই সংস্কারের লক্ষ্যে ৫ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ একযোগে ৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একযোগে এত সভাপতি বাদ দেওয়ার ঘটনা রেকর্ডগড়া পদক্ষেপ। সভাপতি বাদ দেওয়ার পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিকেও ফেডারেশনগুলো কমিটি থেকে বাদ দিয়েছে। এনএসসি কর্মকর্তাদের কারও বদলি, কেউবা সাময়িক বরখাস্তও হয়েছেন।

পরবর্তীতে ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা-বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থাও বিলুপ্ত করে। ফেডারেশন সভাপতিদের মতো স্থানীয় ক্রীড়া প্রশাসনেও রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্বে ছিলেন। সেই ভাবনায় ক্রীড়া মন্ত্রণালয় সকল জেলা-বিভাগের কমিটি বিলুপ্ত করে দেয়। চার মাস পেরিয়ে গেলেও সেই কমিটি এখনও গঠন হয়নি। ফলে ক্রীড়াঙ্গনের তৃণমূল পর্যায়ে চলছে স্থবিরতা।

ক্রীড়া মন্ত্রণালয় গত ২৯ আগস্ট ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করে। ৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে নিয়ে শুরুর দিকে কিছুটা সমালোচনা হয়েছিল। পরবর্তীতে কমিটির সদস্য মহিউদ্দিন বুলবুল বাফুফের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় ক্রীড়া মন্ত্রণালয় তাকে শোকজ করে এবং পরবর্তীতে অব্যাহতি প্রদান করে বিকেএসপির ডিজিকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে। প্রায় চার মাসের বেশি সময় কাজ করছে ওই কমিটি। কিন্তু এখনও দৃশ্যমান সংস্কার দেখা যায়নি। ১৪ নভেম্বর নয়টি ফেডারেশনে অ্যাডহক কমিটি প্রকাশ পেয়েছে। আরও কয়েকটি কমিটির সুপারিশ তারা করলেও সেটি এখনও প্রকাশিত হয়নি। এ ছাড়া ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠনতন্ত্র পর্যালোচনা করছে এই কমিটি।

ইনডোর অ্যাথলেটিক্সে সাফল্য

২০২৩ সালে অ্যাথলেটিক্সে এশিয়ান পর্যায়ে প্রথম সাফল্য এনেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এই বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ইমরান সফল হননি। তিনি না পারলেও ইরান থেকে দুটি পদক এসেছে বাংলাদেশের। স্প্রিন্টার জহির রৌপ্য ও হাই-জাম্পার মাহফুজ ব্রোঞ্জ জেতেন। এর আগে স্বর্ণ জেতায় ফেডারেশন ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক পুরস্কার পেয়েছিলেন ইমরান। সেই তুলনায় জহির ও মাহফুজ তেমন পুরস্কার পাননি।

হকি বিশ্বকাপে বাংলাদেশ, ‘স্বপ্ন নয়–সত্যি ও বাস্তব’

হকিতে যুব বিশ্বকাপ

বছরের শেষ মাসে এসে হকির ইতিহাসে সেরা সুখবর এসেছে। ওমানে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করে। এতে আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ নিশ্চিত হয় বাংলাদেশের। দেশের হকির ইতিহাসে কোনো পর্যায়ে এটাই প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ। হকি খেলোয়াড়রা নানা সীমাবদ্ধতায় থাকেন। মাত্র ৪০০ টাকা দৈনিক ভাতা পেয়ে অনুশীলন করা খেলোয়াড়রা বিশ্বকাপে বাংলাদেশের নাম লিখিয়েছেন।

ব্যাডমিন্টনে অলিম্পিয়ান শাটলার

৫ আগস্ট পরবর্তী সময়ে ফুটবল-ক্রিকেট ছাড়া অন্য কোনো ফেডারেশন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেনি। ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ১৫টিরও বেশি দেশের শাটলাররা অংশগ্রহণ করেছে। এতে অংশ নিয়েছেন প্যারিস অলিম্পিকে খেলা ইউক্রেনিয়ান শাটলার পলিনা। তিনি মহিলা এককে চ্যাম্পিয়নও হয়েছেন।

শ্যুটিংয়ে আতিক ও সাদিয়ার চলে যাওয়া

চলতি বছর শ্যুটিংয়ের জন্য অনেক বেদনার। কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শ্যুটার আতিকুর রহমান জুলাই মাসে মৃত্যুবরণ করেন। অবশ্য দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। বছরের শেষ দিকে এসএ গেমসে স্বর্ণপদক প্রাপ্ত শ্যুটার সাদিয়া সুলতানাও মৃত্যুবরণ করেন। তিনি অবশ্য অবসাদ ও নানা কারণে শ্যুটিং থেকে দূরে ছিলেন এক দশকেরও বেশি সময়।

হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ

যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভূত এক ডেভেলপারের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন। নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাট সম্পর্কিত কোনো তথ্য তিনি উল্লেখ করেননি বলে জানা গেছে।

এক প্রতিবেদনে যুক্তরাজ্যের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, লন্ডনের কিং’স ক্রস এলাকায় অবস্থিত ২ শয্যাকক্ষের সেই ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে ২০০১ সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আবদুল মোতালিফ। বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি, কারণ একই বছর আগস্ট মাসে সেই ফ্ল্যাটির পার্শ্ববর্তী আর একটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা)।

যুক্তরাজ্যের ইলেক্টোরাল রোল ডেটার তথ্য জানাচ্ছে, ২০০৪ সালে উপহার হিসেবে পাওয়ার পর কিং’স ক্রসের সেই ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ। তারপর তার অন্য ভাই-বোনরা ছিলেন আরও বেশ কয়েক বছর। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন টিউলিপ। সেখান থেকে বাৎসরিক ৯০ হাজার পাউন্ড (১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকা) উপার্জন হচ্ছে তার।

৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক লেবার পার্টির সদস্য হন মাত্র ১৬ বছর বয়সে। ২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে পূর্ব লন্ডনের হ্যাম্পস্টেড আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হন। তারপর থেকে এ পর্যন্ত ওই আসনে চার বার প্রার্থী হয়েছেন টিউলিপ, প্রতিবারই জয়ী হয়েছেন।

নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত লেবার পার্টির পাশাপাশি আওয়ামী লীগের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য শাখার ‘লবিং ইউনিট অ্যান্ড ইলেকশন স্ট্র্যাটেজি টিম’-এ সংশ্লিষ্ট ছিলেন তিনি। তার নির্বাচনে জয়ের ক্ষেত্রেও এ সংশ্লিষ্টতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তবে কোনো নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেননি টিউলিপ। হলফ নামায় তিনি যুক্তরাজ্যের হাইগেট এবং হ্যাম্পস্টেড এলাকায় ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেছেন।

৭০ বছর বয়সী আবদুল মোতালিফ বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন। মুজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তিনি স্বীকার করেছেন যে তিনি ফ্ল্যাটটি ২০০১ সালে কিনেছিলেন, কিন্তু আর কোনো তথ্য জানাননি তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এক মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত যে কোনো সম্পত্তির মালিকানা যদি টিউলিপের থাকে, তাহলে তা হবে তার জন্য একটি বড় ভুল।”

নড়াইলে নারী ইউপি মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় দুজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
নড়াইলে নারী ইউপি মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় দুজন গ্রেফতার

নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের নারী সদস্য বাসনা মল্লিককে ধর্ষণ ও বিষ প্রয়োগের অভিযোগে আর একজন এজাহারভূক্ত আসামি গ্রেফতার হয়েছে। তার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শহিদ মোল্যার ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুক্রবার সন্ধ্যা রাত থেকে তার রিমান্ড শুরু হয়ছ। এদিকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার হওয়া দৌলতপুর গ্রামের ফারুক মোল্যার ২ দিনের রিমান্ড শেষ হলেও তিনি কোন স্বীকারোক্তি প্রদান করে নাই।

নড়াইল সদর থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাঃ সাজেদুল ইসলাম বলেন, গণধর্ষণ ও বিষ প্রয়োগের ঘটনায় আসামি শফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে মাদারিপুর জেলা থেকে পুলিশ গ্রেফতার করেছে। আদালত তাকে রিমান্ডের আবেদনের ভিত্তিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ছাড়া এ ঘটনায় গ্রেফতার হওয়া ফারুক মোল্যার ২ দিনের রিমান্ড মঞ্জুর শেষ হয়েছে গত শুক্রবার। ফারুক এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেনি। আদালতের মাধ্যমে তার পূনরায় রিমান্ড চাওযা হবে। বাকি আসামিদের গ্রফতারর চেষ্টা চলছে বলে জানান।

২৮ ডিসম্বর (শনিবার) নিহত বাসনা মল্লিকর ছেলে রিংকু মল্লিক বাদি হয়ে গণধর্ষণ ও বিষ প্রয়োগের অভিযাগ এনে দৌলতপুর গ্রামের ৪ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এদের মধ্যে দু’জন গ্রেফতার হলেও আইয়ুব আলীর ছেলে রজিবুল মোল্যা (৩০) ও সাত্তার মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (৩৫) এখনা ধরা ছাোঁয়ার বাইর রয়েছে।

মামলার বিবরণ জানা যায়, ২৪ ডিসম্বর মাইজপাড়া ইউনিয়নর ১,২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বর বাসনা মল্লিক ইউনিয়ন পরিষদ উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ শেষে বাড়ি ফেরার পথে বিকাল স্হানীয় দৌলতপুর গ্রামের আসামি রজিবুল মোল্যা ফোনে পাওনা টাকা দেয়ার কথা বলে ওই গ্রামের মুক্তার মোল্যার বাড়িতে ডেকে নিয়ে যায়। সন্ধ্যার দিকে তাকে মুক্তার মোল্যার বাড়ির একটি কক্ষে আটকিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে গণধর্ষণ করে।

আসামিরা বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। বাসনা বিষয়টি ফাঁস করে দেয়ার কথা বললে আসামিরা তাকে মারধোর করে এবং জোরপূর্বক মুখ চেপে মুখের মধ্যে বিষ জাতীয় কিছু ঢেলে দেয়। পরে বাসনা রাত সাড় ৮ টার দিক বাড়িতে ফিরে কাউকে কিছু না জানিয়ে শুয়ে পড়েন এবং কয়েকবার বমি করেন। পরদিন চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিলেও আবারও তার অবস্থার অবনতি হলে ওইদিন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হলেও বৃহস্পতিবার রাতে তার মৃত্যু ঘট।

বিইউপিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
বিইউপিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

০২ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে দলগুলোকে উৎসাহিত করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, বিইউপির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতাটি গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু হয়।