খুঁজুন
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন, ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে না নেওয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে না নেওয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচক

সহসাই ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মাঝে ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের শেষ দিনে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি সাকিব আল হাসান ও লিটন দাসদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। দুজনেরই বাদ পড়ার গুঞ্জন ছিল গতকাল থেকে। দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারায় সাকিব যে বাদ পড়বেন তেমনটা অনুমেয় ছিল, সেটাই অন্যতম কারণ হিসেবে সামনে এনেছে বিসিবি।

রবিবার (১২ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পরক্ষণেই সংবাদ সম্মেলনে এসেছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে সাকিব আল হাসানের দলে না থাকা নিয়ে ব্যাখা দিয়েছেন তিনি। এর আগে গতকাল বিসিবি জানিয়েছিল, চেন্নাইতে সাকিবের দ্বিতীয় দফায় দেওয়া বোলিং পরীক্ষাতেও ত্রুটি ধরা পড়েছে।

আসন্ন আইসিসি ইভেন্টে সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গে লিপু বলছিলেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা, সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসেবে। আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।’

গত বছর ইংল্যান্ডের লাল বলের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ বোলিংয়ের অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। পরে বার্মিংহ্যামের ল্যাবে বাংলাদেশের সাবেক অধিনায়কের বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার কথা জানিয়ে তাকে নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দ্বিতীয় দফায় গত মাসে তিনি পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে। সেখানে একই ফল আসায় বোলিংয়ে নিষিদ্ধ সাকিব এখন কেবল ব্যাটার। তবে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হলে তার নিষেধাজ্ঞা উঠে যাবে।

এর আগে রাজনৈতিক পরিচয়ের কারণে চলতি বছরের জুলাই-আগস্টে আন্দোলনের মুখে পড়েন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেই ক্ষোভ ক্রমেই বাড়তে বাড়তে আটকে দেয় তার দেশের ফেরার পথ। ফলে অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর লক্ষ্য থাকলেও পূরণ হয়নি সাকিবের। সবমিলিয়ে অক্টোবরের পর আর বাংলাদেশ দলে তাকে দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সম্ভাবনা থাকলেও, সাকিব আর সেই সুযোগটিও পাচ্ছেন না।

বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় অস্ট্রেলিয়া প্রবাসীর উদ্যোগে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় অস্ট্রেলিয়া প্রবাসীর উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র উপদেষ্টা ও অষ্ট্রেলিয়া প্রবাসী কামাল হোসেনের আয়োজনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহানের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা,সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ভিপি আয়নুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক সম্পাদক আ হ ম খোকন, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন প্রমুখ। 

বক্তারা বলেন,আমাদের নেতা কর্মীকে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের সেবায় কাজ করবে। এসময় বক্তারা,বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন।

উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নজরুল ইসলাম,লেবু শেখ ও প্রদীপ কুমার ভৌমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

রাজারহাটে আগুনে পুরে বাড়ি সহ এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
রাজারহাটে আগুনে পুরে বাড়ি সহ এক শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ঘরে তালাবদ্ধ অবস্থায় আগুনে পুড়ে আইরিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়াও আগুনে বাড়ির ৪টি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। নিহত শিশু আইরিনের বাবার নাম আল আমিন।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বাড়ির মালিক আল আমিনের পরিবার শিশু আইরিনকে ঘরে তালাবদ্ধ রেখে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যায়। রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়িটির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা ৫ বছরের শিশু আইরিন আগুনে পুড়ে মৃত্যু বরণ করে।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির ৪টি ঘর ও একটি রান্না ঘর পড়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা শিশু আইরিন আগুনে পুড়ে মারা যায়। আইরিনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন জানান, শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের বেলকুচিতে অপারেশন ডেভিল হান্টে আব্দুল বারেক (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই বাজার এলাকা থেকে আব্দুল বারেককে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়।

সে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তামাই কালিবাড়ী গ্রামের মৃত সুজাব আলী শেখের ছেলে। তার নামে বেলকুচি থানায় নাশকতার মামলা রয়েছে। 

গ্রেফতারের পর তাকে থানায় আনা হয়। সেখান থেকে তাকে বিকালেই জেল হাজতে প্রেরণ করা হয়। 

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।